ইসরায়েলকে নিষিদ্ধ করতে উয়েফাকে বলবে আয়ারল্যান্ড

24 Live Newspaper

ইউরোপীয় ক্লাব ও আন্তর্জাতিক প্রতিযোগিতা থেকে ইসরায়েলকে নিষিদ্ধ করতে ইউরোপীয় ফুটবল নিয়ন্ত্রক সংস্থা উয়েফাকে আহ্বান জানাবে আয়ারল্যান্ডের ফুটবল অ্যাসোসিয়েশন (এফএআই)। ডাবলিনভিত্তিক ক্লাব বোইহেমিয়ানসের আনা একটি প্রস্তাব বিপুল ভোটে পাস হওয়ার পর এফএআই এই সিদ্ধান্ত নিয়েছে।

আয়ারল্যান্ডে ইসরায়েল বিরোধী বিক্ষোভ

শনিবার (৮ নভেম্বর) অনুষ্ঠিত ভোটাভুটিতে প্রস্তাবটির পক্ষে ৭৪টি ভোট পড়ে এবং বিপক্ষে যায় মাত্র সাতটি ভোট। দুজন সদস্য ভোটদানে বিরত ছিলেন। এফএআই এক বিবৃতিতে জানিয়েছে, তারা এখন উয়েফার নির্বাহী কমিটির কাছে আনুষ্ঠানিক প্রস্তাব জমা দেবে, যেখানে ইসরায়েল ফুটবল অ্যাসোসিয়েশনকে (আইএফএ) সব ইউরোপীয় প্রতিযোগিতা থেকে অবিলম্বে স্থগিত করার অনুরোধ জানানো হবে।

প্রস্তাবে ইসরায়েলের বিরুদ্ধে দুটি গুরুতর বিধি লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে। এগুলো হলো—ফিলিস্তিন ফুটবল অ্যাসোসিয়েশনের অনুমতি ছাড়া অধিকৃত পশ্চিম তীরের অবৈধ বসতিতে ফুটবল ক্লাব পরিচালনা এবং জাতিবিদ্বেষবিরোধী নীতি কার্যকরভাবে প্রয়োগে ব্যর্থতা। বোইহেমিয়ানস ক্লাব জানিয়েছে, তারা এই প্রস্তাব আনতে পেরে গর্বিত এবং যারা এটিকে সমর্থন করেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে।

তবে এই পদক্ষেপের সমালোচনা করে মার্কিন রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহাম বলেছেন, ‘এটি ইহুদি জনগণকে শাস্তি দেওয়ার সমান।’ এর আগে তুরস্ক ও নরওয়ের ফুটবল কর্তৃপক্ষও ইসরায়েলকে আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতা থেকে নিষিদ্ধ করার আহ্বান জানিয়েছিল।

উল্লেখ্য, ভৌগোলিকভাবে এশিয়ার অংশ হলেও ইসরায়েল ফিফার ইউরোপীয় অঞ্চলের সদস্য। ১৯৭৪ সালে ফিলিস্তিন দখলের প্রতিবাদে কুয়েত ও উত্তর কোরিয়া খেলতে অস্বীকৃতি জানালে ইসরায়েলকে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) থেকে বহিষ্কার করা হয়। গত মাসে যুদ্ধবিরতি ঘোষণার পর গাজায় ইসরায়েলের কর্মকাণ্ডের অভিযোগে দেশটিকে নিষিদ্ধ করার বিষয়ে উয়েফার একটি ভোটের পরিকল্পনা সাময়িকভাবে স্থগিত করা হয়েছিল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here