বাণিজ্যমন্ত্রী: আয় বেড়েছে, গ্রামের মানুষও সকালে উঠে চা খায়

দেশের মানুষ এখন অর্থনৈতিকভাবে আগের চেয়ে অনেক বেশি স্বাবলম্বী বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তিনি বলেন, এক সময় শুধু শহুরে বড়লোকরা ঘুম থেকে উঠে এক কাপ চা পান করতেন। এখন পরিস্থিতি ভিন্ন। ক্রয়ক্ষমতা বাড়ায় গ্রামের মানুষও এখন চা পান করে দিন শুরু করে।

commerce minister tipu munshiবাণিজ্যমন্ত্রী টিপু মুনশি

আজ শনিবার (৪ জুন) রাজধানীর ওসমানী মিলনায়তনে চা দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন বাণিজ্যমন্ত্রী। তিনি বলেন, আমাদের চা শিল্প যথেষ্ট সমৃদ্ধ। তারপরও কীভাবে চায়ের উৎপাদন আরও বাড়ানো যায়, আমরা সেদিকে মনোযোগ দিচ্ছি।