ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের দক্ষিণ এশিয়া বিষয়ক সিনিয়র ডিরেক্টর আইলিন লাউবাখার

From the American Embassy Facebook page     13 January 2023
ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের দক্ষিণ এশিয়া বিষয়ক সিনিয়র ডিরেক্টর আইলিন লাউবাখার এবং এনএসসি’র অন্যান্য প্রতিনিধি সম্প্রতি কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন করেছেন। তাঁরা রোহিঙ্গা শরণার্থী, জাতিসংঘ সংস্থা, এনজিও ও স্থানীয় সরকারী কর্মকর্তাদের সাথে সাক্ষাৎ করেছেন এবং রোহিঙ্গা সংকট মোকাবেলা প্রচেষ্টা পর্যবেক্ষণের জন্য সেখানকার মৌলিক সুবিধাদি পরিদর্শন করেছেন। এনএসসি’র সিনিয়র ডিরেক্টর ও প্রতিনিধিদল পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন, প্রতিরক্ষা ও নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক ও বাংলাদেশ সরকারের অন্যান্য কর্মকর্তার সাথেও সাক্ষাৎ করেন। তাঁরা বাংলাদেশ ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের সাথে এক গোলটেবিল বৈঠকেও অংশ নেন এবং বাংলাদেশে মানবাধিকার, সুশাসন ও নিরাপত্তার বর্তমান অবস্থা বিষয়ে আলোচনার জন্য সুশীল সমাজ নেতৃবৃন্দের সাথে সাক্ষাৎ করেন। এ সফরের মাধ্যমে যুক্তরাষ্ট্র-বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারকরণে যুক্তরাষ্ট্রের অব্যাহত অঙ্গীকারের বিষয়টি উঠে এসেছে। 🇺🇸🤝🇧🇩
The National Security Council’s Senior Director for South Asia Eileen Laubacher and other NSC representatives recently visited Rohingya refugee camps in Cox’s Bazar. They met with Rohingya refugees, officials from UN organizations, NGOs, and local government and visited key facilities to observe the Rohingya response effort. The NSC Senior Director and delegation also met with Foreign Secretary Masud Bin Momen, Defense & Security Affairs Advisor Tarique Ahmed Siddique, and other Government of Bangladesh officials. They also participated in a roundtable with the Bangladesh Institute of International and Strategic Studies and met with civil society leaders to discuss the current state of human rights, governance, and security in Bangladesh. This visit underscored the United States’ continued commitment to strengthening the U.S.-Bangladesh bilateral relationship. 🇺🇸🤝🇧🇩 #USBDPartnership