কনস্টাসের কোচ তাহমিদকে বাংলাদেশে আসতে বলেছিলেন হাথুরুসিংহে

কনস্টাসের সঙ্গে তাঁর কোচ তাহমিদ ইসলাম
কনস্টাসের সঙ্গে তাঁর কোচ তাহমিদ ইসলামদ্য এজ

তাহমিদ ইসলাম মূলত ওপেনিং ব্যাটসম্যান। সঙ্গে লেগ স্পিনটাও করতে পারেন। দীর্ঘদিন ধরে তো এমন ক্রিকেটারই খুঁজেছে বাংলাদেশ। বাংলাদেশের সাবেক কোচ চন্ডিকা হাথুরুসিংহে তো হাঁকডাক দিয়েই লেগ স্পিনার খুঁজেছেন। কী ভেবেছিলেন কে জানে! স্যাম কনস্টাসের কোচ তাহমিদকে দেখে তাঁকে বাংলাদেশে আসতে বলেছিলেন হাথুরুসিংহে।

তাহমিদের সঙ্গে হাথুরুসিংহের পরিচয় ২০১৫ ওয়ানডে বিশ্বকাপে। সেই সময়ে বাংলাদেশ নেটে লেগ স্পিন করেছেন তাহমিদ। সেখানেই হাথুরুসিংহে তাঁকে বাংলাদেশে আসতে বলেন। এরপর তিনি বাংলাদেশে এসেছিলেনও। তাহমিদ ২০১৭ বাংলাদেশ প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব দলে ছিলেন।

তবে সে বছর কোনো ম্যাচ খেলেননি। প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের সে সময়ের এক ভিডিওতে তাহমিদকে অস্ট্রেলিয়ায় জন্ম নেওয়া বাংলাদেশি হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে।

প্রাইম ব্যাংকের হয়ে খেলা না হলেও যোগাযোগটা এখনো আছে। গতকাল বাংলাদেশের কয়েকজন সাংবাদিকের সঙ্গে জুমে তাহমিদের যে কথা হয়েছে, সেটা প্রাইম ব্যাংকের সৌজন্যেই।

হাথুরুসিংহের সঙ্গে এখন আর যোগাযোগ নেই। ২০১৫ বিশ্বকাপের কথা। বাংলাদেশের নেটে বোলিং করছিলাম, অন্য দলেও করেছি। আমি মূলত ওপেনিং ব্যাটসম্যান ছিলাম, সঙ্গে লেগ স্পিনও করতাম। সে (হাথুরু) খুব ভালো ছিল। সে বলেছিল ‘‘তোমার বাংলাদেশে আসা উচিত, কিছু জিনিস শিখতে বলেছিলেন

তাহমিদ ইসলাম

বাংলাদেশের ক্লাবের সঙ্গে যোগাযোগ হলেও বাংলাদেশে আসতে বলা হাথুরুসিংহের সঙ্গে যোগাযোগ নেই তাঁর, ‘হাথুরুসিংহের সঙ্গে এখন আর যোগাযোগ নেই। ২০১৫ বিশ্বকাপের কথা। বাংলাদেশের নেটে বোলিং করছিলাম, অন্য দলেও করেছি। আমি মূলত ওপেনিং ব্যাটসম্যান ছিলাম, সঙ্গে লেগ স্পিনও করতাম। সে (হাথুরু) খুব ভালো ছিল। সে বলেছিল ‘‘তোমার বাংলাদেশে আসা উচিত, কিছু জিনিস শিখতে বলেছিলেন।’’’

বাংলাদেশে খেলা না হলেও অভিজ্ঞতা ভালো ছিল বলে জানান তাহমিদ, ‘এটা আমার জন্য ভালো ছিল। আমার মনে হয় আমি স্পিন বোলিং খেলা ও গরমের সঙ্গে মানিয়ে অনুশীলন করা শিখেছি। অসম্ভব গরম ছিল তখন। এটা দারুণ অভিজ্ঞতা ছিল।’

চন্ডিকা হাথুরুসিংহে
চন্ডিকা হাথুরুসিংহেশামসুল হক

২৯ বছর বয়সী এই কোচ প্রস্তাব পেলে ব্যক্তিগতভাবে বাংলাদেশের কোনো ক্রিকেটারের সঙ্গে কাজ করতে চান, ‘প্রাইভেটলি কাজ করার প্রস্তাব পেলে করতে চাই। এটা আমার জন্য শেখার অনেক বড় সুযোগ হবে। বাংলাদেশি কোচদের কাছ থেকে শিখতে পারব। আমার মনে হয় ভিন্ন ভিন্ন এরিয়ায়, ভিন্ন দেশ ও ভিন্ন পিচে কাজ করা জ্ঞান আমার জ্ঞান বাড়াবে। সময়মতো সুযোগ এলে আমি অবশ্যই আসতে চাই।’

prothom alo

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here