- খেলাধুলা ডেস্ক
ফিফা ক্লাব বিশ্বকাপে শুরুটা ভালোই হয়েছিল চেলসির। কিন্তু দ্বিতীয় ম্যাচে এসেই পরাজয়ের তিক্ত স্বাদ পেয়েছে পশ্চিম লন্ডনের ক্লাবটি। গতকাল শুক্রবার রাতে ব্রাজিলের ক্লাব ফ্ল্যামেঙ্গোর কাছে ৩-১ গোলে হেরে গেছে চেলসি। অন্য ম্যাচে লস অ্যাঞ্জেলেসকে ২-১ গোলে হারিয়েছে এল তিউনিস।
দ্বিতীয়ার্ধে মাঠে আসার চার মিনিটের মধ্যে বহিষ্কার হন নিকোলাস জ্যাকসন। ছবি: এক্স
ক্লাব বিশ্বকাপে জয়ের ধারা অব্যাহত রেখেছে বায়ার্ন মিউনিখ। আর্জেন্টাইন বোকা জুনিয়র্সের বিপক্ষে ২-১ গোলে জিতেছে জার্মান জায়ান্টরা। আসরে এটা টানা দ্বিতীয় জয় বাভারিয়ানদের। এই জয়ে নক আউট পর্বের পথে এগিয়ে গেল বায়ার্ন মিউনিখ। ‘সি’ গ্রুপের অন্য ম্যাচে অকল্যান্ড সিটিকে ৬-০ গোলে হারিয়েছে বেনফিকা।
ফ্লোরিডার মিয়ামি গার্ডেনে ১৮ মিনিটেই বায়ার্ন মিউনিখকে এগিয়ে দেন হ্যারি কেন। এরপর দীর্ঘ সময় কাটে গোলখরায়। ৬৬ মিনিটে বোকা জুনিয়র্সকে সমতায় ফেরান মিগুয়েল মেরেনটিয়েল। হোঁচটের আশঙ্কায় পড়ে বায়ার্ন মিউনিখ। যদিও ৮৪ মিনিটে ম্যাচের ব্যবধান গড়ে দেন মাইকেল ওলিস। প্রথম ম্যাচে জোড়া গোল করেছিলেন তিনি।
এবারের আসরে একচ্ছত্র আধিপত্য দেখাচ্ছে ব্রাজিলিয়ান ক্লাবগুলো। সেই ধারায় হাঁটল ফ্ল্যামেঙ্গোও। তাদের বিপক্ষে ম্যাচের শুরুর দিকে লিড নিয়েও বিধ্বস্ত হতে হয়েছে চেলসিকে। ১৩ মিনিটে ব্লুজদের এগিয়ে দেন পেদ্রো নেতো। লিড নেওয়ার পরই ছন্দ হারায় চেলসি। প্রথমার্ধ শেষ হয় তাদের ১-০ গোলের অগ্রগামিতায়। দ্বিতীয়ার্ধে তিন গোল হজম করে চেলসি।
বেঞ্চ ছেড়ে আসার চার মিনিটের মধ্যে সরাসরি লাল কার্ড দেখেন নিকোলাস জ্যাকসন। তিনি কয় ম্যাচের নিষিধাজ্ঞা পান সেটিই দেখার অপেক্ষা। এই কার্ড আপাতত ক্লাব বিশ্বকাপ অধ্যায় শেষ করে দিয়েছে তার। ইংলিশ প্রিমিয়ার লিগেও নিষেধাজ্ঞা আছে জ্যাকসনের। তাকে ছাড়াই নতুন মৌসুম শুরু করতে হবে চেলসিকে।