নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, খালেদা জিয়া বলেছেন, সাপকে বিশ্বাস করা গেলেও আওয়ামী লীগকে করা যায় না। আবার শেখ হাসিনা বলেছেন, বিএনপি নেত্রীর মাথায় সাপের ঝাঁপি। এমন অবস্থায় এদের মধ্যে সংলাপ হবে না, হবে সাপের লড়াই। দুই দল চূড়ান্তভাবে বিভক্ত হয়ে গেছে। দুই নেত্রীকে উদ্দেশ করে মাহমুদুর রহমান বলেন, ‘আপনারা ভালো হয়ে যান, নয়তো আমরা জনগণকে সঙ্গে নিয়ে আপনাদেরকে ভালো করব।’
আজ শনিবার জাতীয় ঐক্যের লক্ষ্যে আয়োজিত এক সমাবেশে এসব কথা বলেন মাহমুদুর রহমান।
নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা এবং যুদ্ধাপরাধীদের সুষ্ঠু ও স্বচ্ছ বিচারের দাবিতে রাজধানীর মহানগর নাট্যমঞ্চে এই সমাবেশের আয়োজন করে গণফোরাম ।
গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন গ্রহণযোগ্য নির্বাচনের জন্য জাতীয় সংলাপের ডাক দিয়েছেন। তিনি চান নির্বাচন চলাকালে স্বাধীন নির্বাচন কমিশন ও একটি দলনিরপেক্ষ সরকার দায়িত্ব পালন করুক।
সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা আকবর আলি খান বলেছেন, দুই দলের জন্য নতুন করে তর্কশাস্ত্র লিখতে হবে। এরা তর্কশাস্ত্রের কোনো নিয়ম মানে না। বিরোধী দলে থাকলে তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে বলে, আর সরকারের থাকলে তত্ত্বাবধায়ক সরকারের বিপক্ষে।
সমাবেশে সুশাসনের জন্য নাগরিকের (সুজন) বদিউল আলম মজুমদার, বিশিষ্ট কলাম লেখক সৈয়দ আবুল মকসুদ প্রমুখ বক্তব্য দেন।
Source: Prothom-Alo