
ফাইল ছবি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নুরের মোটরসাইকেলকে একটি প্রাইভেটকার পরিকল্পিতভাবে ধাক্কা দেওয়ার চেষ্টা করেছে বলে অভিযোগ করা হয়েছে।
বৃহস্পতিবার (১০ ডিসিম্বর) বেলা সাড়ে ৩টায় রাজধানীর পল্টনের জামান টাওয়ারে ছাত্র অধিকার পরিষদের নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন নূরুল হক নুর।
এ সময় বলা হয়, বুধবার রাতে রাজধানীর পল্টন থেকে বাড্ডা ফেরার পথে রামপুরা এলাকায় নুরের মোটরসাইকেলে এমন পরিকল্পিত ধাক্কা দেওয়ার অভিযোগ করা হয়। এ সময় নুর মোটরসাইকেলটিতে ছিলেন না। এতে ছিলেন তার ছোট ভাই আমিনুল ইসলাম।
সংবাদ সম্মেলনে নুর বলেন, ‘প্রতিনিয়ত নিজ মোটরসাইকেলে বাসায় ফিরলেও গতকাল একটি ভাড়ায় চালিত প্রাইভেটকারে করে বাসায় যাচ্ছিলাম। আমার মোটরসাইকেল নিয়ে বাসায় ফিরছিল ছোট ভাই আমিনুল ইসলাম। যাওয়ার পথে একটি প্রাইভেটকার আমার মোটরসাইকেলটিকে তিনবার চাপা দেওয়ার চেষ্টা করে। কিন্তু মোটরসাইকেলচালক কৌশলে প্রাইভেটকারের ধাক্কা এড়িয়ে যায়। তৃতীয়বার ধাক্কা দেওয়ায় চেষ্টা করলে মোটরসাইকেলটির পাশকাটিয়ে একটি বাসের সঙ্গে ধাক্কা খায় প্রাইভেটকারটি।’
তিনি বলেন, ‘গতকাল রাতের পুরো ঘটনাটি পর্যবেক্ষণ করে বুঝতে পারি যে, আমি যেহেতু এর আগেও বিভিন্ন বার হামলার শিকার হয়েছি, এটিও একটি পরিকল্পিত হামলার চেষ্টা চালানো হয়েছিল। আসলে হত্যার উদ্দেশ্যে গাড়ি চাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে।’
ছাত্র অধিকার পরিষদের যুগ্ম-আহ্বায়ক নুর বলেন, ‘ঘটনাস্থল রামপুরা এলাকায় টহলরত পুলিশ প্রাইভেটকারটিকে জব্দ করেনি। গাড়িটিতে থাকা ব্যক্তিবর্গের পরিচয় পেয়ে নামমাত্র জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেয়।’
ছাত্র অধিকার পরিষদের ভারপ্রাপ্ত আহ্বায়ক মুহাম্মদ রাশেদ খান বলেন, ‘চিরতরে কন্ঠরোধ করে দেওয়ার জন্য আমাদের ওপর বার বার হামলা চালানো হয়েছে। প্রশাসনের কাছে আমরা জীবনের নিরাপত্তা চাচ্ছি।’