নোয়াখালীতে রাষ্ট্রদ্রোহ মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে চার্জগঠনের নির্দেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার নোয়াখালীর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সৈয়দ ফখরুল আবদীন এ আদেশ দেন।
নোয়াখালী জেলা জজ আদালতের অতিরিক্ত পিপি এডভোকেট দেবব্রত চক্রবর্তী বলেন, ২০১৫ সালের ২৮ ফেব্রুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে অশ্লীল, অসত্য ও উদ্দেশ্য প্রণোদিত বক্তব্য প্রদানের অভিযোগ এনে সুবর্ণচর উপজেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট ওমর ফারুক বাদি হয়ে একটি মামলা দায়ের করেন। তারেক রহমান পলাতক থাকায় তার বিরুদ্ধে চার্জ গঠন পূর্বক স্বাক্ষীদের প্রতি সমন ইস্যুর আদেশ দেন। স্বাক্ষ্য গ্রহণের জন্য আগামী ৩১ মার্চ তারিখ ধার্য করেন।
মামলার বাদি এডভোকেট ওমর ফারুক বলেন, তারেক রহমানের বিরুদ্ধে চার্জ গঠনের নির্দেশ দিয়েছেন আদালত।