‘বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠা করব’—জাতির উদ্দেশে ভাষণের আগে বার্তা দিলেন প্রধান উপদেষ্টা

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আজ মঙ্গলবার (৫ আগস্ট) রাত ৮টা ২০ মিনিটে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তার ভাষণ বাংলাদেশ টেলিভিশন (বিটিভি), বিটিভি নিউজ এবং বাংলাদেশ বেতার একযোগে সম্প্রচার করবে বলে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে নিশ্চিত করা হয়েছে।

অধ্যাপক মুহাম্মদ ইউনূস

তবে, রাতে জাতির উদ্দেশে আনুষ্ঠানিক ভাষণের আগেই দিনের শুরুতে একটি ভিডিও বার্তার মাধ্যমে দিবসটির তাৎপর্য তুলে ধরেছেন প্রধান উপদেষ্টা। সেই বার্তায় তিনি জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগ বৃথা যেতে না দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।

অধ্যাপক ইউনূস তার ভিডিও বার্তায় বলেন, আজকের দিনটি শুধু অতীতকে স্মরণ করার জন্য নয়, বরং একটি নতুন বাংলাদেশ নির্মাণের শপথ গ্রহণের দিন। তিনি বলেন, ‘জুলাই শহীদদের আত্মত্যাগ আমরা বৃথা যেতে দেবো না। তাদের আত্মত্যাগই হবে আমাদের পথ চলার প্রেরণা। তাদের স্বপ্নই হবে আমাদের আগামী বাংলাদেশের নির্মাণরেখা।’

কোনো ধরনের নিপীড়নের কাছে নতিস্বীকার না করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে প্রধান উপদেষ্টা বলেন, ‘আজকের এই দিনে এটাই হোক আমাদের শপথ—আমরা কোনো ধরনের নিপীড়নের কাছে মাথা নোয়াবো না।’

বার্তায় একটি মানবিক ও গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার রূপরেখা তুলে ধরে তিনি আরও যোগ করেন, ‘আমরা প্রতিষ্ঠা করব একটা জবাবদিহিমূলক, মানবিক, গণতান্ত্রিক এবং বৈষম্যহীন রাষ্ট্র। এমন রাষ্ট্র যা সবসময় জনকল্যাণে কাজ করবে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here