বাংলাদেশে কোটা আন্দোলন ঘিরে সহিংসতা, কারফিউ ও আদালতের রায়সহ সবশেষ পরিস্থিতি নিয়ে সর্বশেষ তথ্য:

Picture Credit: Reuters
  • সরকারি চাকরিতে কোটা পুনর্বহাল করে হাইকোর্টের দেয়া আদেশ রোববার বাতিল ঘোষণা করেছে আপিল বিভাগ
  • আপিল বিভাগ মেধার জন্য ৯৩ শতাংশ, মুক্তিযোদ্ধা ও পরিবারের জন্য ৫ শতাংশ, ক্ষুদ্র নৃগোষ্ঠী ১ শতাংশ এবং প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের জন্য এক শতাংশ কোটা রাখার নির্দেশনা দিয়েছেন
  • সুপ্রিম কোর্টের রায়কে স্বাগত জানিয়েছে সরকার। তবে, কোটা আন্দোলনের কয়েকজন সমন্বয়ক জানিয়েছেন, শিক্ষার্থীদের মৃত্যুর ঘটনায় বিচারের দাবিতে তাদের আন্দোলন চলবে
  • কোটা আন্দোলন নিয়ে মঙ্গলবার থেকে শুরু হওয়া সহিংসতায় এ পর্যন্ত বাংলাদেশে অন্তত ১৩৩ জন নিহত হয়েছে, আহত হয়েছে কয়েক হাজার মানুষ
  • শুক্রবার মধ্যরাত থেকে শুরু হওয়া কারফিউ অনির্দিষ্টকালের জন্য চলছে। ফলে ব্যবসা-বাণিজ্য, যানচলাচল থেকে শুরু করে সব ধরনের প্রতিষ্ঠান বন্ধ রয়েছে
  • বেসামরিক প্রশাসনকে সহায়তা করতে মোতায়েন রয়েছে সেনাবাহিনী ও বিজিব রোববার ও সোমবার নির্বাহী আদেশে সরকারি ছুটি রয়েছে
  • কোটা আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম অভিযোগ করেছেন, তাকে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে তুলে নিয়ে নির্যাতন করা হয়েছে
  • বৃহস্পতিবার সন্ধ্যা থেকে বাংলাদেশে ইন্টারনেট সেবা পুরোপুরি বন্ধ রয়েছে। কবে নাগাদ ইন্টারনেট আবার চালু হবে, তা জানা যাচ্ছে না
  • বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলনের সমর্থনে এবং ছাত্র হত্যার প্রতিবাদ জানিয়ে যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যসহ কয়েকটি দেশে প্রতিবাদ সমাবেশ হয়েছে।