বাংলাদেশে কোটা আন্দোলন ঘিরে সহিংসতা, কারফিউ ও আদালতের রায়সহ সবশেষ পরিস্থিতি নিয়ে সর্বশেষ তথ্য:
The Bangladesh Chronicle
Picture Credit: Reuters
সরকারি চাকরিতে কোটা পুনর্বহাল করে হাইকোর্টের দেয়া আদেশ রোববার বাতিল ঘোষণা করেছে আপিল বিভাগ
আপিল বিভাগ মেধার জন্য ৯৩ শতাংশ, মুক্তিযোদ্ধা ও পরিবারের জন্য ৫ শতাংশ, ক্ষুদ্র নৃগোষ্ঠী ১ শতাংশ এবং প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের জন্য এক শতাংশ কোটা রাখার নির্দেশনা দিয়েছেন
সুপ্রিম কোর্টের রায়কে স্বাগত জানিয়েছে সরকার। তবে, কোটা আন্দোলনের কয়েকজন সমন্বয়ক জানিয়েছেন, শিক্ষার্থীদের মৃত্যুর ঘটনায় বিচারের দাবিতে তাদের আন্দোলন চলবে
কোটা আন্দোলন নিয়ে মঙ্গলবার থেকে শুরু হওয়া সহিংসতায় এ পর্যন্ত বাংলাদেশে অন্তত ১৩৩ জন নিহত হয়েছে, আহত হয়েছে কয়েক হাজার মানুষ
শুক্রবার মধ্যরাত থেকে শুরু হওয়া কারফিউ অনির্দিষ্টকালের জন্য চলছে। ফলে ব্যবসা-বাণিজ্য, যানচলাচল থেকে শুরু করে সব ধরনের প্রতিষ্ঠান বন্ধ রয়েছে
বেসামরিক প্রশাসনকে সহায়তা করতে মোতায়েন রয়েছে সেনাবাহিনী ও বিজিব রোববার ও সোমবার নির্বাহী আদেশে সরকারি ছুটি রয়েছে
কোটা আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম অভিযোগ করেছেন, তাকে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে তুলে নিয়ে নির্যাতন করা হয়েছে
বৃহস্পতিবার সন্ধ্যা থেকে বাংলাদেশে ইন্টারনেট সেবা পুরোপুরি বন্ধ রয়েছে। কবে নাগাদ ইন্টারনেট আবার চালু হবে, তা জানা যাচ্ছে না
বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলনের সমর্থনে এবং ছাত্র হত্যার প্রতিবাদ জানিয়ে যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যসহ কয়েকটি দেশে প্রতিবাদ সমাবেশ হয়েছে।