- ২৪ ডেস্ক
নির্বাচন কমিশন (ইসি) পুনর্গঠন ও স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের প্রধান কার্যালয়ের ফটকে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীরা। পুলিশের ব্যারিকেড ভেঙে মূল ফটকে গিয়ে বসে পড়েন তারা। বিক্ষোভে উত্তপ্ত হয়ে ওঠে আশপাশের পরিবেশ।
পুলিশের ব্যারিকেড ভেঙে ইসির মূল ফটকে গিয়ে বসে পড়েন এনসিপির নেতা-কর্মীরা।
বুধবার (২১ মে) দুপুর ১টা ১৫ মিনিটের দিকে পুলিশের প্রতিরোধ অতিক্রম করে এনসিপির নেতা-কর্মীরা নির্বাচন কমিশন কার্যালয়ের মূল ফটকে এসে অবস্থান নেন।
তারা সেখানে বসে পড়ে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। এ সময় ‘ইসি তুই দলকানা, ইসি তুই চলে যা’, ‘ফ্যাসিবাদের কমিশন, মানি না মানব না’, ‘খুনি হাসিনার কমিশন, মানি না মানব না’ ইত্যাদি স্লোগানে মুখরিত হয়ে ওঠে এলাকা।
এনসিপির ঢাকা মহানগর উত্তর শাখার ব্যানারে আয়োজিত এ বিক্ষোভ কর্মসূচির বিষয়ে দলের যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেন, “আমরা দুইটি মূল দাবি নিয়ে বিক্ষোভ করছি, একটি নির্বাচন কমিশন পুনর্গঠন এবং অন্যটি অবিলম্বে স্থানীয় সরকার নির্বাচন আয়োজন।
তিনি অভিযোগ করে বলেন, সারা দেশে স্থানীয় সরকার নির্বাচন না হওয়ায় নাগরিক সেবা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে, এবং এসব প্রশাসনিক প্রতিষ্ঠান একটি বিশেষ রাজনৈতিক দলের নিয়ন্ত্রণে চলে যাচ্ছে।
সারোয়ার তুষার আরও বলেন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)-এর অচলাবস্থাই প্রমাণ করে, বর্তমান নির্বাচন কমিশনের ব্যর্থতা কী ভয়াবহ রূপ ধারণ করেছে। তারা একটি মামলায় বিবাদী হয়েও রহস্যজনক কারণে আপিল না করে গেজেট প্রকাশ করেছে, যা পুরো প্রক্রিয়ার নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ করেছে।
তিনি বলেন, এই নির্বাচন কমিশনকে আর সাংবিধানিক প্রতিষ্ঠান বলা যায় না। এটি একটি রাজনৈতিক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে, যা সরকারের ইচ্ছারই প্রতিফলন ঘটায়।
বিক্ষোভ ঘিরে আগারগাঁও এলাকায় ট্রাফিক ব্যবস্থাও ব্যাহত হয়। ইসি কার্যালয়ের সামনে যান চলাচলে বিঘ্ন ঘটে এবং পুলিশের অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়।
এনসিপির পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের দাবিগুলো আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।