পুলিশের বিশেষ প্রশিক্ষণ, সমাবেশস্থলে থাকবে সিসি ক্যামেরা–ওপরে উড়বে ড্রোন

রাজধানীতে বিএনপির মহাসমাবেশ ঘিরে ব্যাপক নিরাপত্তা প্রস্তুতি নিয়েছে পুলিশ। সমাবেশকে নজরদারির মধ্যে রাখতে পুরো এলাকা সিসি ক্যামেরার আওতায় রাখা হবে। পাশাপাশি নজরদারির জন্য ব্যবহার করা হবে ড্রোন। সমাবেশ ঘিরে সহিংস পরিস্থিতি তৈরি হলে তা নিয়ন্ত্রণের জন্য পুলিশ সদস্যদের বিশেষ প্রশিক্ষণও দেওয়া হয়েছে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) একাধিক কর্মকর্তার সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।

সরকার পতনের এক দফা দাবিতে বিএনপি ২৮ অক্টোবর (শনিবার) এই মহাসমাবেশ করবে। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই কর্মসূচি পালন করতে চায় দলটি। এর পাল্টায় বায়তুল মোকাররমের দক্ষিণ ফটকে শান্তি সমাবেশ করবে আওয়ামী লীগ। বিএনপিকে নয়াপল্টনে সমাবেশ করতে দেওয়া হবে কি না, তা নিয়ে কয়েক দিন ধরে আলোচনা রয়েছে। বৃহস্পতিবারও ডিএমপির একজন কর্মকর্তা বলেছেন, রাস্তায় সমাবেশ করতে দেওয়া হবে না। বিএনপি ও আওয়ামী লীগকে বিকল্প জায়গা দেখতে বলা হয়েছে।