শনিবারের সমাবেশ ঘিরে দাঙ্গা-হাঙ্গামা হলে তা কীভাবে নিয়ন্ত্রণ করতে হবে, সে বিষয়ে সপ্তাহ ধরে সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে। কয়েক ধাপে ঢাকার ৫০ থানার ওসিসহ বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাদের ঢাকার পূর্বাচল এলাকায় এ প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
প্রশিক্ষণে অংশ নেওয়া একাধিক কর্মকর্তা প্রথম আলোকে বলেন, পুলিশ সদস্যদের দুই দলে ভাগ করে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। হাতে–কলমে প্রশিক্ষণ দিতে পুলিশের মধ্য থেকে এক দলকে দিয়ে দাঙ্গা-হাঙ্গামা তৈরি করা হয়েছে। আরেকটি দলকে দিয়ে সেই দাঙ্গা-হাঙ্গামা দমন করা হয়েছে। পুলিশ সদস্যরা দাঙ্গা-হাঙ্গামা হলে কীভাবে সাউন্ড গ্রেনেড, প্রাণঘাতী নয় এমন বিভিন্ন অস্ত্র ব্যবহার করবেন, সে বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে প্রশিক্ষণে অংশ নেওয়া একজন পুলিশ কর্মকর্তা প্রথম আলোকে বলেন, সারদায় দাঙ্গা-হাঙ্গামা দমনে বিভিন্ন প্রশিক্ষণ দেওয়া হয়। সেগুলো ঝালিয়ে নিতেই এই প্রশিক্ষণ দেওয়া হয়েছে। রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল হলে, সেটা পেশাদারত্বের সঙ্গে কীভাবে মোকাবিলা করা যায়, তার প্রশিক্ষণ দেওয়া হয়েছে।