আহমাদিয়া সম্প্রদায়কে অমুসলিম ঘোষণার দাবীতে খতমে নবুয়ত সম্মেলন করে আহমাদিয়া বিরোধীরা। এইটা সর্বশেষ পঞ্চগড় সম্মেলনের পোস্টার। এই সম্মেলনগুলা থেকেই বিদ্বেষ ছড়ানো হয়। যেই আরিফুর রহমান মারা গেছেন তিনি এই পোস্টার প্রিন্ট করার কাজে জড়িত ছিলেন।
পোস্টার অনুসারে অতিথির তালিকায় ছিলেন মো: আনোয়ার সাদাত, উনি পঞ্চগড় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। অন্যদের মধ্যে ছিলেন কাজী আল তারিক, পৌর আওয়ামী লীগের সভাপতি। হুমায়ুন কবির উজ্জ্বল, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। দুইজনই রেলমন্ত্রীর দুই পাশে। হাসনাত হামিদুর রহমান, যুবলীগ নেতা। আর সাইয়েদ নুর-ই-আলম জামাত সমর্থিত কাউন্সিলর।
সারা বছর আহমাদিয়া বিদ্বেষ স্পন্সর করে দাঙ্গা লাগানোর পর আইসা বললে তো হবে না যে সব দোষ অমুক-তমুকের।
https://m.facebook.com/story.php?story_fbid=pfbid0petkC3YNRhdsW67srsZVemAft6s2qjvVJu934AQ7fV19Ei6NJL8puURhxfBGht4Al&id=1815293038&sfnsn=scwspmo&mibextid=6aamW6