শিরোপা পুনরুদ্ধার বায়ার্নের

নয়া দিগন্ত অনলাইন
দুই ম্যাচ হাতে রেখেই বুন্দেসলিগার ‘চ্যাম্পিয়ন’ বায়ার্ন
দুই ম্যাচ হাতে রেখেই বুন্দেসলিগার ‘চ্যাম্পিয়ন’ বায়ার্ন|ইন্টারনেট

শিরোপা ফিরলো পুরনো ঠিকানায়। শ্রেষ্ঠত্বের মুকুট পুনরুদ্ধার করলো বায়ার্ন মিউনিখ। দুই ম্যাচ হাতে রেখেই বুন্দেসলিগার ‘চ্যাম্পিয়ন’ তারা। তাতে দেড় দশকের ক্যারিয়ারে প্রথমবার শিরোপা জয়ের স্বাদ পেলেন হ্যারি কেইন।

তবে শিরোপা নিশ্চিতের দিনে মাঠে নামতে হয়নি, গতরাতে লেভারকুসেন-ফ্রাইবুর্গ ম্যাচ ড্র হওয়ায় চ্যাম্পিয়ন হয় বায়ার্ন। ২-২ গোলে ড্র হয় দুই দলের লড়াই। তাতেই শিরোপার দৌঁড়ে পিছিয়ে পড়ে লেভারকুসেন।

৩২ ম্যাচে ৬৮ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে শাবি আলোন্সোর লেভারকুসেন। সমান ম্যাচে তাদের চেয়ে ৮ পয়েন্ট বেশি নিয়ে চূড়ায় বায়ার্ন। যদিও বাকি আছে আর দুই রাউন্ড, তবে সেখানে যাই হোক না কেন বায়ার্নকে পেছনে ফেলা সম্ভব নয়।

অবশ্য আগের দিনই শিরোপা নিশ্চিত হয়ে যেতে পারতো বায়ার্নের। কিন্তু লাইপজিগের বিপক্ষে যোগ করা সময়ের একেবারে শেষ মুহূর্তে গোল খেয়ে, ৩-৩ ড্রয়ে অপেক্ষা বাড়ে তাদের।

জার্মানির শীর্ষ লিগে সর্বোচ্চ শিরোপা জয়ের রেকর্ড আরো সমৃদ্ধ হলো বায়ার্নের, মোট ৩৪ বার চ্যাম্পিয়ন হয়েছে তারা। যেখানে ৯টির বেশি নেই আর কোনো দলের। সর্বশেষ ১৩ মৌসুমে যা ১২তম শিরোপা।

মাঝে কেবল গত মৌসুমে শিরোপা জিততে পারেনি বায়ার্ন। টানা ১১ বার চ্যাম্পিয়ন হওয়ার পর গত মৌসুমে লেভারকুসেনের কাছেই শিরোপা খুইয়েছিল বাভারিয়ান পরাশক্তিরা। তবে এবার আর ভুল করেনি।

এদিকে এই শিরোপা জয়ের মধ্য দিয়ে প্রথমবার চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ পেলেন হ্যারি কেইন। সময়ের অন্যতম সেরা স্ট্রাইকারকে যার জন্য অপেক্ষা করতে হয়েছে ১৫টি বছর!

ইংল্যান্ডের হয়ে গত দু’টি ইউরোর ফাইনালে হারেন তিনি। এছাড়া টটেনহ্যামের হয়ে ফাইনাল হারেন তিনটি। ২০১৬-১৭ মৌসুমে প্রিমিয়ার লিগে দলটি হয় দ্বিতীয়। গত বছর বায়ার্নে যোগ দিলেও শিরোপা ভাগ্যে মেলেনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here