সাকিবকে অধিনায়ক করে দেয়া সবচেয়ে সহজ : পাপন

  • নয়া দিগন্ত অনলাইন
  •  ০৫ আগস্ট ২০২৩, ২২:২৮
নাজমুল হাসান পাপন ও সাকিব আল হাসান। – ছবি : সংগৃহীত

তামিমের ইকবালের অব্যাহতির পর ‘পরবর্তী অধিনায়ক কে?’ সবার মুখে ঘুরেফিরে একই প্রশ্ন। নিজের করা প্রশ্নে নিজেই উত্তর সাজালে সাকিব আল হাসানকেই হয়তো অধিকাংশেই বেছে নিবেন একবাক্যে। নাজমুল হাসান পাপনও ব্যতিক্রম নন, অধিনায়ক হিসেবে সাকিবই বিসিবি সভাপতির প্রথম পছন্দ।

বুধবার রাতে হঠাৎ করে ওয়ানডে দলের নেতৃত্ব ছাড়েন তামিম। তার বিদায় ঘোষণার পর বিসিবি সভাপতির কাছে প্রথম প্রশ্নই ছিল, কে আসছেন এই দায়িত্বে? জবাবে বিসিবি সভাপতি কয়দিনের সময় চেয়েছিলেন, আলোচনা করেই পরবর্তী সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছিলেন।

সেই দিনের পর আজ তিনদিন কেটে গেলেও সিদ্ধান্ত জানাতে পারেনি বিসিবি৷ নাজমুল হাসান পাপনকে পেয়ে এ বিষয়ে প্রশ্ন করলেও নতুন তথ্য পাওয়া যায়নি৷ বললেন ‘এখনো আলাপ হয়নি। একটু সময় লাগবে।’ তবে নাজমুল হাসান পাপনের প্রথম পছন্দ যে সাকিব, অকপটেই তা বলে গেলেন তিনি।

শনিবার (৫ আগস্ট) ধানমন্ডিতে আবাহনী মাঠে শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী অনুষ্ঠানে সংবাদমাধ্যমের মুখোমুখি হন পাপন। যেখানে নতুন অধিনায়কের নাম ঘোষণা করতে আরো একটু সময় চাইলেন তিনি। বললেন, যদি একটা সিরিজ হতো, তাহলে সহ-অধিনায়ক দিয়ে চালিয়ে দেয়া যেত। কিন্তু এখন লম্বা সময়ের চিন্তা করতে হবে।’

তবে সাকিব আল হাসান যে তার পছন্দের তালিকায় সবার উপরে তা স্পষ্ট পাপনের পরবর্তী বক্তব্যে। বোর্ড প্রধান বলেন, ‘সাকিবের নাম আসা সুস্পষ্ট।এটা তো সবার পছন্দ। সবচেয়ে সহজ হচ্ছে সাকিবকে অধিনায়ক করে দেয়া। এটাতে কোনো সমস্যা নেই।’

তবুও কেন সাকিবকে নিশ্চিত করা হচ্ছে না, তাও খুলে বললেন পাপন। তিনিই জিজ্ঞেস করেন, ‘আপনি কী বলতে পারেন দুই বছর খেলবে সাকিব? জানি না তো? ওর পরিকল্পনা, ওর সাথেও তো বসতে হবে। আমরা একটু জেনে নেই। এটা নিয়ে কথাবার্তা বলতে হবে। বোর্ডের সবার সাথে কথা বলতে হবে।’

লিটন দাসকে কেন বিসিবি সভাপতি খানিকটা পিছিয়ে রাখছেন, তা পরিষ্কার হয় পরের বক্তব্যে। তিনি বলেন, ‘আপনি যদি লিটনের কথা চিন্তা করেন, দ্বিপক্ষীয় সিরিজ এক জিনিস, বিশ্বকাপ এক জিনিস। এইটা আবার ওর ব্যাটিংয়ে না প্রভাব ফেলে ফেলে দেয় বিশ্বকাপের মতো জায়গায়! এত বড় দায়িত্ব। তাই আমরা সবদিক বিবেচনা করেই সিদ্ধান্তটা নিতে চাই।’