ঢাকা
গত শনিবার জাতীয় দলের প্রধান কোচ হিসেবে হাভিয়ের কাবরেরার নাম ঘোষণা করে বাফুফে। আরেক শনিবার আসতেই বাংলাদেশে চলে এসেছেন স্প্যানিশ কোচ। আজ রাতে স্পেন থেকে ঢাকা পৌঁছেছেন জামাল ভূঁইয়াদের নতুন এই কোচ। ৩৭ বছর বয়সী এই কোচের সঙ্গে ২০২২ সালের ডিসেম্বর পর্যন্ত চুক্তি করেছে বাফুফে।
কাবরেরা বাংলাদেশ জাতীয় দলের ইতিহাসে ২৩তম বিদেশি কোচ। তৃতীয় স্প্যানিশ হিসেবে বাংলাদেশের কোচ হলেন তিনি। এর আগে স্প্যানিশ কোচ হিসেবে বাংলাদেশ জাতীয় দলের ডাগআউটে দাঁড়িয়েছেন গঞ্জালো মোরেনো ও অস্কার ব্রুজোন। সর্বশেষ স্প্যানিশ লা লিগার ক্লাব আল আলাভেসের একাডেমির দায়িত্বে ছিলেন উয়েফা ‘প্রো’ লাইসেন্সধারী কাবরেরা। তাঁর অধীনে ইন্দোনেশিয়া গিয়ে জাতীয় দলের দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলার কথা থাকলেও বাতিল হয়েছে সে সফর।
এর আগে স্প্যানিশ কোচ হিসেবে বাংলাদেশ জাতীয় দলের ডাগআউটে দাঁড়িয়েছেন গঞ্জালো মোরেনো ও অস্কার ব্রুজোন।
আজ ঢাকায় নেমে নতুন দায়িত্ব সম্পর্কে কথা বলেছেন কাবরেরা। বাফুফের পাঠানো এক ভিডিও বার্তায় কাবরেরা বলেন, ‘অবশেষে বাংলাদেশে আসতে পেরে খুব খুশি। নতুন দায়িত্ব শুরু করার জন্য মুখিয়ে আছি। খুব শিগগির জাতীয় দলের খেলোয়াড়দের সঙ্গে দেখা করতে চাই।’