কক্সবাজারের চকরিয়ায় অভিযানের সময় ডাকাতের গুলিতে সেনাবাহিনীর এক কর্মকর্তা নিহত হয়েছেন।সোমবার দিবাগত রাত সাড়ে ৩টায় উপজেলার ডুলহাজারা ইউনিয়নের মাইজপাড়া এলাকায় ডাকাতের গুলি ও ছুরিকাঘাতে গুরুতর আহত হন এই সেনা কর্মকর্তা। পরে তাকে রামু সিএমএইচে নেওয়া হলে সেখানে মঙ্গলবার ভোরে তিনি মারা যান বলে নিশ্চিত করেছেন চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনজুর কাদের ভূঁইয়া।
নিহতের নাম তানজিম ছরোয়ার নির্জন (বিএ-১১৪৫৩)। তিনি সেনাবাহিনীর লেফটেন্যান্ট ছিলেন।
ওসি মো. মনজুর কাদের ভূঁইয়া বলেন, ডুলাহাজারার মাইজপাড়া গ্রামের বাসিন্দা রেজাউল করিমের বাড়িতে ১০-১২ জনের একটি ডাকাত দল হামলা করার খবরে সোমবার মধ্যরাতে লেফটেন্যান্ট তানজিমের নেতৃত্বে যৌথ বাহিনীর একটি দল সেখানে অভিযানে যায়।
তিনি বলেন, যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের সদস্যরা পালানোর চেষ্টা করলে যৌথ বাহিনীর সদস্যরা বাড়ি ও আশেপাশ থেকে সাতজনকে আটক করে। তাদের কাছ থেকে একটি পিকআপ গাড়ি, একটি মোটরসাইকেল, একটি বন্দুক ও ছুরি জব্দ করা হয়।
ওসি বলেন, রাত সাড়ে ৩টায় অভিযানের সময় ডাকাতরা লেফটেন্যান্ট তানজিমের কপালে গুলি করে এবং গলায় ধারাল ছুরি দিয়ে আঘাত করে। এতে গুরুতর আহত অবস্থায় তাকে চিকিৎসার জন্য দ্রুত রামু সেনানিবাস সিএমএইচে নিয়ে যাওয়া হয়।
ওসি মনজুর কাদের ভূঁইয়া আরও বলেন, সেনাবাহিনীর এ অভিযানে ডাকাত দলের সদস্য জিয়াবুল ও বেলালসহ সাতজনকে আটক করা হয়েছে।
নিহত সেনা কর্মকর্তার মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে জানান ওসি।
samakal