- নয়া দিগন্ত অনলাইন
- ২০ জুন ২০২২, ১৬:৫৪
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্টের দলে ডাক পেয়েছেন পেসার শরিফুল ইসলাম। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজ রাতেই ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন শরিফুল।
বিবৃতিতে বলা হয়, ‘বাঁহাতি পেসার শরিফুল ইসলাম টেস্ট দলের সাথে যোগ দেয়ার জন্য সেন্ট লুসিয়ার উদ্দেশে আজ রাতে ঢাকা ত্যাগ করবেন। ২৪ জুন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্ট শুরু হবে। ২১ বছর বয়সী এই পেসার ২০২১ সালের এপ্রিলে অভিষেকের পর থেকে বাংলাদেশের জার্সিতে চারটি টেস্ট খেলেছেন।’
চট্টগ্রামে টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাটিংয়ের সময় বলের আঘাতে সিরিজ থেকে ছিটকে গিয়েছিলেন শরিফুল। ইনজুরি মুক্ত হওয়ার জন্য এ কয়দিন বাংলাদেশ টাইগার্সের স্কিল ক্যাম্পে ছিলেন পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে। তার যাওয়ার কথা ছিল ২৪ জুন, কিন্তু টেস্ট দলে ডাক পাওয়াতে আগেই যেতে হচ্ছে।
টেস্ট সিরিজের পর শুরু হবে টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজ। এই দুই সিরিজের স্কোয়াডেই আছেন শরিফুল। তার আগে সেন্ট লুসিয়ায় দ্বিতীয় টেস্টেও দেখা যেতে পারে তাকে।