- নিজস্ব প্রতিবেদক
- ২০ এপ্রিল ২০২২, ১৭:২১
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডা. জোবায়দা রহমানের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবিতে সুপ্রিম কোর্টে বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি সমর্থক আইনজীবীরা।
বুধবার দুপুরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনের সামনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সুপ্রিম কোর্ট ইউনিট আয়োজিত বিক্ষোভ সমাবেশে কয়েক শ’ আইনজীবী অংশ নিয়ে ডা. জোবায়দা রহমানের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহরের দাবি জানান।
আইনজীবী ফোরাম সুপ্রিম কোর্ট ইউনিটের সভাপতি আবদুল জব্বার খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গাজী কামরুল ইসলাম সজলের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনটির সদস্য সচিব ফজলুর রহমান, যুগ্ম আহ্বায়ক আবেদ রাজা, আইনজীবী মনির হোসেন, সামিউল আলম মাহমুদ, মো: আক্তারুজ্জামান, রফিকুল ইসলাম মন্টু, রাগীব রউফ চৌধুরী, মোহাম্মদ আলী, মির্জা আল মাহমুদ, মাহমুদ হাসান, ফাইয়াজ জিবরান মঈন, রোকন-উজ জামান সুজা, কে আর খান পাঠান, শেখ জুলফিকার আলম মিমুল, মার-ই-য়াম খন্দকার, মু: কাইয়ুম প্রমুখ।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে আইনজীবী ফোরামের সদস্য সচিব ফজলুর রহমান বলেন, তারেক রহমানের স্ত্রী হওয়ার কারণে তার বিরুদ্ধে যে মিথ্যা মামলা দেয়া হয়েছে তাতে দেশবাসী স্তম্ভিত হয়েছে। তার মতো একজন জ্ঞানী নারী রাজনীতিতে আসতে পারে সেই ধারণা থেকে এই মিথ্যা মামলা করা হয়েছে।
তিনি বলেন, শুধু ডা. জোবায়দা রহমান কেন আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া কারাগারে, তারেক রহমান বিদেশে অবস্থান করতে বাধ্য হচ্ছেন। আমরা রাজপথে আন্দোলনে নামব। গুম-খুনের বিরুদ্ধে আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতন হবে।