- খেলাধুলা ডেস্ক
ক্রিকেটে আজ হতাশার দিন। কিন্তু ফুটবলে দিনটা ছিল বাংলাদেশের ইতিহাস গড়ার সময়। আজ বুধবার বিকালে এএফসি নারী এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচে স্বাগতিক মিয়ানমারকে ২-১ গোলে হারিয়েছেন আফঈদা-ঋতুপর্ণারা। ইয়াংগুনে এই জয়ে নিজেদের কাজটা এগিয়ে রেখেছিলেন তারা। রাতে এলো বড় খবর।
বাংলাদেশ নারী ফুটবল দল। ইতিহাস গড়েছে তারা। ছবি: বাফুফে
প্রথমবারের মতো মেয়েদের এশিয়ান কাপের মূলপর্বে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। এমন কীর্তি বাংলাদেশ পুরুষ দলেরও নেই। এবার ইতিহাস গড়লেন মেয়েরা। বাংলাদেশের মূলপর্ব নিশ্চিত হয়ে যায় আজ রাতেই গ্রুপের অন্য ম্যাচে বাহরাইন ও তুর্কমেনিস্তান ড্র করায়। ম্যাচটা ২-২ গোলে ড্র হয়। দুই পয়েন্ট ভাগাভাগিতে খুলে যায় মেয়েদের স্বপ্নের দুয়ার।
বাছাইয়ের প্রথম দুই ম্যাচেই জয় পেয়েছে বাংলাদেশ। ছয় পয়েন্ট নিয়ে শীর্ষে তারা। তিন পয়েন্ট নিয়ে দুইয়ে আছে মিয়ানমার। বাহরাইন ও তুর্কমেনিস্তানের সংগ্রহ সমান এক পয়েন্ট। শেষ ম্যাচে দুই দল জিতলেও বাংলাদেশকে আর ছুঁতে পারবে না। তবে রানার্সআপ হওয়ার সুযোগ আছে তাদের।
বাংলাদেশকে ছোঁয়ার সুযোগ আছে কেবল মিয়ানমারের। তবে শেষ ম্যাচে আফঈদা-ঋতুপর্ণাদের হারতে হবে তুর্কমেনিস্তানের বিপক্ষে। একই সঙ্গে মিয়ানমারকে জিততে হবে বাহরাইনের সঙ্গে। দুটো ম্যাচই আগামী বুধবার মাঠে গড়াবে। শেষ ম্যাচে বাংলাদেশ হারলেও সমস্যা হবে না।
অবিশ্বাস্য কোনো ব্যবধানে শেষ ম্যাচে না হারলে পয়েন্ট তালিকার শীর্ষেই থাকবেন আফঈদা অ্যান্ড কোং। শেষ ম্যাচে মিয়ানমার জিতলে বাংলাদেশ হারলে দুই দলেরই অর্জন হবে সমান ছয় পয়েন্ট। কিন্তু হেড টু হেডে বাংলাদেশ এগিয়ে থাকবে। অর্থাৎ মিয়ানমারের আর শীর্ষে ওঠার সুযোগ নেই। মূলপর্বে খেলারও আশা নেই তাদের। কারণ, গ্রুপের একটি দলই এশিয়ান কাপে খেলবে।