৫ হাজার কোটি টাকা নেওয়ার পর শ্রমিক ছাঁটাই অমানবিক: রিজভী

প্রথম আলো

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
০৭ জুন ২০২০

রুহুল কবির রিজভী। ফাইল ছবিরুহুল কবির রিজভী। ফাইল ছবিজুন মাস থেকে বিজেএমইএর সভাপতির শ্রমিক ছাঁটাইয়ের ঘোষণার সমালোচনা করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, প্রণোদনার পাঁচ হাজার কোটি টাকা নেওয়ার পর এই ঘোষণা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

আজ রোববার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ ব্রিফিংয়ে রুহুল কবির রিজভী এ কথা বলেন। তিনি বলেন, আপদকালীন ৫ হাজার কোটি টাকার প্রণোদনার বাইরেও পোশাক কারখানার মালিকরা নানা সহায়তা পান। এত সুবিধা নিয়েও চরম দুঃসময়ে শ্রমিক ছাঁটাইয়ের ঘোষণা দিয়ে তারা অমানবিক কাজ করেছেন। এর পেছনে অন্য কোনো দুরভিসন্ধি থাকতে পারে।