৩ শর্তে নির্বাচনে যাবে ইসলামী ঐক্যজোট

৩ শর্তে নির্বাচনে যাবে ইসলামী ঐক্যজোটজাতীয় প্রেস ক্লাবে ইসলামী ঐক্যজোটের সংবাদ সম্মেলন

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবে ইসলামী ঐক্যজোট। ৩ শর্ত জুড়ে দিয়ে সোমবার জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মুফতি ফয়জুল্লাহ এ ইঙ্গিত দেন।

তিনি বলেন, ইসলামী ঐক্যজোট কোনো সময় বিনা চ্যালেঞ্জে ফাঁকা ময়দানে গোল করার সুযোগ কাউকে দেয়নি, ভবিষ্যতেও দেবে না।

১৮ বছর বিএনপি নেতৃত্বাধীন জোটে ছিল ইসলামী ঐক্যজোট। ২০১৭ সালে জোট থেকে বেরিয়ে যাওয়ার পর আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের সমর্থক হিসেবে পরিচিতি পায় দলটি। দ্বাদশ জাতীয় নির্বাচনের তপশিল ঘোষণার আগে অন্যান্য কওমি মাদ্রাসা ধারার দল নির্বাচন কমিশনের (ইসি) সংলাপ বর্জন করলেও ইসলামী ঐক্যজোট তাতে অংশ নেয়।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সিনিয়র ভাইস চেয়ারম্যান আবদুর রশিদ মজুমদার, ভাইস চেয়ারম্যান এহতেশাম সারওয়ার, যুগ্ম মহাসচিব তৈয়্যব হোসাইন প্রমুখ।

সূত্র : সমকাল