২০২৪ সালের ৩১ জুলাই: ‘মার্চ ফর জাস্টিসের’ ডাক, শিক্ষক-শিক্ষার্থীদের মৌন মিছিল

24 Live Newspaper

সরকারঘোষিত রাষ্ট্রীয় শোক প্রত্যাখ্যান করে ৩০ জুলাই ২০২৪, সারাদেশে ছাত্র-জনতা ও নাগরিকদের অংশগ্রহণে পালিত হয় ‘লাল প্রতিবাদ’। কোটা সংস্কার আন্দোলনে নিহতদের স্মরণে সরকারি উদ্যোগে পালিত শোক দিবসের প্রতিবাদ জানিয়ে দিনভর দেশে বিভিন্ন বিশ্ববিদ্যালয়, রাজপথ ও সামাজিক যোগাযোগমাধ্যমে চলে ভিন্নধর্মী প্রতিবাদ। মুখে ও চোখে লাল কাপড় বেঁধে শিক্ষার্থী, শিক্ষক, সংস্কৃতিকর্মী, সাংবাদিক ও সাধারণ নাগরিকরা প্রতীকী অবস্থান ও মিছিল করেন।

ছাত্র হত্যা ও দমন-পীড়নের বিরুদ্ধে গানে-স্লোগানে বিক্ষোভ

এই কর্মসূচির অংশ হিসেবে ৩০ জুলাই রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে ঘোষণা আসে, ৩১ জুলাই সারাদেশে পালিত হবে ‘মার্চ ফর জাস্টিস’কর্মসূচি। দুপুর সাড়ে ১২টায় দেশের সব আদালত, শিক্ষাপ্রতিষ্ঠান ও রাজপথে গণহত্যা, গুম, খুন, হামলা ও গ্রেপ্তারের প্রতিবাদে মিছিল বের হবে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মাহিন সরকার এবং আব্দুল কাদের এই কর্মসূচির ডাক দেন। ৩০ জুলাই সারা দেশে হাজারো মানুষ ফেইসবুক প্রোফাইল লাল রঙে রাঙিয়ে আন্দোলনের সঙ্গে একাত্মতা জানান। শিক্ষক-সাংবাদিক-লেখক-সংস্কৃতিকর্মী থেকে শুরু করে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এতে অংশ নেন।

এদিন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা মুখে লাল কাপড় বেঁধে মৌন মিছিল করেন। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের প্রায় ৫০ জন শিক্ষক বসুন্ধরা এলাকায় মানববন্ধন করেন। রাজধানীতে অভিভাবকেরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে সন্তান হত্যার প্রতিবাদে অবস্থান নিতে গেলে পুলিশ বাধা দেয়।

সাংস্কৃতিক সংগঠনগুলো রাজধানীর গুলিস্তান জিরো পয়েন্ট থেকে শুরু করে গান-কবিতায় প্রতিবাদ জানান। পুলিশ বাধা দিলে তারা সড়কে স্লোগান লেখেন ও গ্রাফিতি আঁকেন। সন্ধ্যা পর্যন্ত চলা এই কর্মসূচিতে শতাধিক সংস্কৃতিকর্মী অংশ নেন।

আন্তর্জাতিক প্রতিক্রিয়া

আন্দোলনকারীদের ওপর অতিরিক্ত বলপ্রয়োগ নিয়ে ৩০ জুলাই বিবৃতি দেন ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেপ বোরেল। তিনি বলেন, বিক্ষোভকারীদের ওপর আইনশৃঙ্খলা বাহিনীর মাত্রাতিরিক্ত বলপ্রয়োগ জবাবদিহির আওতায় আনতে হবে। জনগণের মৌলিক অধিকারের প্রতি শ্রদ্ধা বজায় রাখতে হবে।

জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস জানান, বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলন ঘিরে মানবাধিকার লঙ্ঘনের যথেষ্ট প্রমাণ পাওয়া গেছে। আমরা পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছি এবং প্রয়োজন হলে আন্তর্জাতিক পদক্ষেপ নিতে প্রস্তুত।

বিশিষ্টজনদের ২৪ ঘণ্টার আল্টিমেটাম

ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান, আইনজীবী সৈয়দা রিজওয়ানা হাসান, অধ্যাপক আসিফ নজরুলসহ ১১ জন বিশিষ্ট নাগরিক সরকারের উদ্দেশে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেন।

তাদের দাবি, ডিবি হেফাজতে থাকা আন্দোলনের ছয় শীর্ষ সমন্বয়ককে নিঃশর্ত মুক্তি দিতে হবে, আন্দোলনকারী শিক্ষার্থীদের গ্রেপ্তার-নির্যাতন বন্ধ করতে হবে এবং জাতিসংঘের তত্ত্বাবধানে স্বাধীন তদন্ত করতে হবে।

সরকারি অবস্থান ও প্রতিক্রিয়া

এদিকে মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী ৩০ জুলাই রাষ্ট্রীয় শোক দিবস পালিত হয়। মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় প্রার্থনা এবং সব অফিসে কালো ব্যাজ ধারণ করা হয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে আহতদের দেখতে যান এবং চিকিৎসার নির্দেশ দেন। তিনি জাতিসংঘসহ আন্তর্জাতিক সংস্থাগুলোর সহায়তায় সহিংসতার তদন্ত চেয়ে আবেদন জানান।

সংঘর্ষ, মামলা ও গ্রেপ্তার

ঢাকায় কোটা সংস্কার আন্দোলন ঘিরে এ পর্যন্ত ২৬৪টি মামলা হয়েছে, যার মধ্যে ৫৩টি হত্যা মামলা। গ্রেপ্তার হয়েছে অন্তত ২ হাজার ৮৫০ জন, সারাদেশে সংখ্যা ছাড়িয়েছে ১০ হাজার।

আগামীর কর্মসূচি

‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীরা ৯ দফা দাবি আদায়ের আন্দোলন আরও বেগবান করার ঘোষণা দেয়। সমন্বয়ক আব্দুল কাদের জানান, এই আন্দোলন থামবে না, দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে থাকবো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here