- নয়া দিগন্ত অনলাইন
- ১৬ এপ্রিল ২০২৩, ১৮:০৫
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সাম্প্রতিক তথ্যানুসারে, ২০১৬ সালে বাংলাদেশে প্রতিটি পরিবারের গড় ঋণের পরিমাণ ছিল ৩৭ হাজার ৭৪৩ টাকা। যা ২০২২ সালে বেড়ে ৭০ হাজার ৫০৬ টাকা হয়েছে।
বিবিএসের সর্বশেষ পারিবারিক আয়-ব্যয়ের জরিপে জানা গেছে, বাংলাদেশের এক-তৃতীয়াংশ পরিবার এখনও ঋণগ্রস্ত।
জরিপ অনুযায়ী, গত বছর দেশের ৩৭ ভাগ পরিবার ঋণ নিয়েছে বা টাকা ধার করেছে।
অন্যদিকে, জরিপ চলাকালীন গত বছরের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত গড়ে ৩৭ দশমিক ০৩ ভাগ পরিবার ঋণ বা ধার নেয়ার কথা জানিয়েছে।
এছাড়া ২০১৬ সালের জরিপে ২৯ দশমিক ৭০ ভাগ পরিবার ঋণ নিয়েছিল।
সে হিসেবে গত ছয় বছরে দেশের পরিবারগুলোর ঋণগ্রহণ সাত ভাগেরও বেশি বেড়েছে।
এদিকে গত বুধবার বিবিএস পারিবারিক আয় ও ব্যয় জরিপ ২০২২-এর প্রাথমিক ফলাফল প্রকাশ করেছে।
শহরের তুলনায় গ্রামে ঋণ নেয়ার হার বেশি
বিবিএসের জরিপ অনুযায়ী, শহরের তুলনায় গ্রামে বেশি পরিবার ঋণগ্রস্ত।
গ্রামাঞ্চলে গড়ে ৩৯ দশমিক ৩৫ ভাগ পরিবার ঋণগ্রস্ত ছিল এবং শহরে ৩২ দশমিক ১১ ভাগ ঋণগ্রস্ত ছিল।
২০১৬ সালে শহরাঞ্চলে প্রতিটি পরিবারের গড় ঋণ ছিল ২২ দশমিক ১০ ভাগ এবং গ্রামাঞ্চলে ছিল ৩২ দশমিক ৭০ ভাগ।
বিবিএস জরিপে আরো বলা হয়েছে, ২০২২ সালে ঋণগ্রস্ত পরিবারের সংখ্যা শহরাঞ্চলে গড়ে ১০ ভাগ বেড়েছে এবং গ্রামে সাড়ে ছয় ভাগ বেড়েছে।
সূত্র : ইউএনবি