সৌদিতে ৫০ লাখ ডলারের গলফে সিদ্দিকুর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ জানুয়ারি ২০২৩

গত বছরের ফেব্রুয়ারিতে সৌদি আরবের জেদ্দায় ৪৩ কোটি টাকার প্রাইজমানির এশিয়ান ট্যুরের টুর্নামেন্টে অংশ নিয়েছিলেন দেশসেরা গলফার সিদ্দিকুর রহমান। এবার একই শহরে ৫০ লাখ ডলারের (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫৩ কোটি টাকা) প্রাইজমানির এশিয়ান ট্যুরের টুর্নামেন্টে খেলতে যাচ্ছেন সিদ্দিকুর।

আগামী ২ থেকে ৫ ফেব্রুয়ারি জেদ্দার কিং আবদুল্লাহ ইকোনমিক সিটির র‍য়্যাল গ্রিন গলফ অ্যান্ড কান্ট্রি ক্লাবে বিশ্বের সেরা গলফাররা অংশ নিচ্ছেন। এই টুর্নামেন্টে এবারও খেলার সুযোগ পেয়েছেন বাংলাদেশের গলফার সিদ্দিকুর।

টুর্নামেন্টে খেলতে আগামী ২৮ জানুয়ারি ঢাকা ছাড়বেন দুবারের এশিয়ান ট্যুর বিজয়ী।

জেদ্দার এই টুর্নামেন্ট নিয়ে আশাবাদী সিদ্দিকুর, ‘গতবার এই টুর্নামেন্টে খেলতে হয়েছিল প্রচণ্ড বাতাসের মধ্যে। সব মিলিয়ে কাট মিস করেছিলাম। এবার নিজের স্বাভাবিক খেলাটা খেলতে চাই। এই টুর্নামেন্টের জন্য কয়েক মাস ধরে কঠোর অনুশীলন করছি। আশা করি এবার ভালো কিছুই হবে সেখানে।’