- ২৪ ডেস্ক
বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানকে কেন্দ্র করে নির্বাচন সংক্রান্ত বিভ্রান্তিমূলক তথ্য ছড়ানো হচ্ছে জানিয়ে এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। শুক্রবার বাহিনীর নিজস্ব ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক সতর্কবার্তায় এই অনুরোধ জানানো হয়।

সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে সেনাপ্রধানকে জড়িয়ে নির্বাচন পরিচালনার বিষয়ে বিভিন্ন ধরনের মিথ্যা ও ভিত্তিহীন প্রচারণা তাদের নজরে এসেছে। এই ধরনের বানোয়াট তথ্য বিশ্বাস না করার জন্য এবং এ থেকে সতর্ক থাকার জন্য জনসাধারণের প্রতি আহ্বান জানানো হয়েছে।
পোস্টে আরও উল্লেখ করা হয় যে, এর আগেও একই ধরনের একটি অপপ্রচারের বিরুদ্ধে সতর্ক করা হয়েছিল। গত ১৯ জুন এই বিষয়ে একটি বিজ্ঞপ্তি প্রচার করা হয়েছিল বলেও জানানো হয় এবং সেই সংক্রান্ত একটি লিংক পোস্টে যুক্ত করা হয়।








