- নয়া দিগন্ত অনলাইন
- ২৫ ফেব্রুয়ারি ২০২২
আফগানদের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের মধ্য দিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছে বাংলাদেশ। বাংলাদেশের বর্তমান পয়েন্ট ১০০। ৯৫ পয়েন্ট নিয়ে ইংল্যান্ড দুইয়ে ও ৭৯ পয়েন্ট নিয়ে ভারত টেবিলের তিন নম্বরে আছে।
সুপার লিগে বাংলাদেশ এখন পর্যন্ত ১৪টি ম্যাচ খেলেছে। এর মধ্যে জয় পেয়েছে ১০টি ম্যাচে। হেরেছে বাকি চারটি ম্যাচে। ১০ জয়ের মাধ্যমেই বাংলাদেশের অর্জন ১০০ পয়েন্ট।
পয়েন্ট টেবিলের দ্বিতীয়স্থানে অবস্থান করা ইংল্যান্ডের পয়েন্ট ৯৫। ইংল্যান্ড ১৫টি ম্যাচ খেলেছে। এর মধ্যে জয় পেয়েছে ৯টি ম্যাচে। হেরেছে ৫টি ম্যাচে। তাদের একটি পরিত্যক্ত ম্যাচের জন্য ৫ পয়েন্ট পেয়েছে তারা।
পয়েন্ট টেবিলে বর্তমানে তৃতীয়স্থানে আছে ভারত। তারা ১২টি ম্যাচ খেলে জয় পেয়েছে ৮টি ম্যাচে। হেরেছে ৪টি ম্যাচে। তাদের পয়েন্ট ৭৯। তবে ভারত যেহেতু ২০২৩ বিশ্বকাপের আয়োজক তাই তারা সরাসরি বিশ্বকাপে খেলবে।
আজকের ম্যাচে ব্যাট হাতে ৩০০ ছাড়ানো ইনিংস আসে লিটন ও মুশফিকের বদান্যতায়। বড় লক্ষ্যে খেলতে নেমে মাঝে মধ্যে ছন্দপতন হলেও একটু লড়াই করে আফগানিস্তান। তবে শেষ হাসি বাংলাদেশের। দ্বিতীয় ওয়ানডে ম্যাচে আফগানদের ৮৮ রানে হারিয়ে এক ম্যাচ হাতে রেখে সিরিজ নিশ্চিত করেছে তামিম শিবির।
তিন ম্যাচ সিরিজে ২-০ তে এগিয়ে গেল বাংলাদেশ। আগামী সোমবার তৃতীয় ওয়ানডে।