সাকিবকে নিজের কাজ করার পরামর্শ কোহলির!

  • নয়া দিগন্ত অনলাইন
  •  ০৪ নভেম্বর ২০২২, ১৮:০৭
সাকিব আল হাসান ও বিরাট কোহলি – ছবি : সংগৃহীত

অস্ট্রেলিয়ায় চলমান ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপে দারুণ ফর্ম উপভোগ করছেন ভারতের সাবেক অধিনায়ক বিরাট কোহলি। এ পর্যন্ত মাত্র চার ইনিংসে ২২০ রান নিয়ে আসরের সর্বোচ্চ সংগ্রাহক তিনি।

পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্টে দুর্দান্ত ব্যাটিংয়ের সূচনা করেছেন কোহলি। ৫৩ বলে ৮২ রান তুলে দলকে জয়ের বন্দরে পৌঁছে দিয়েছিলেন। ব্যাট হাতে দারুণভাবে এগিয়ে চলা এই ব্যাটার অবশ্য নিজের আচরণের কারণে সমালোচনার পাত্রও হয়েছেন। একবার নয়, দুইবার তার আচরণ নিয়ে সমালোচনার ঝড় উঠেছে।

পাকিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচের শেষ ওভারে মোহাম্মদ নাওয়াজের ফুল টস বল খেলার পর কর্তব্যরত আম্পায়ারদেরকে নো বলের জন্য ইঙ্গিত করতে দেখা যায় কোহলিকে। তবে কোনোরকম প্রভাবিত হয়ে আম্পায়ার মারাইস এরাসমাস সিদ্ধান্ত দিয়েছেন কিনা সে বিষয়ে কোনো প্রমাণ নেই। যদিও প্রতিপক্ষের অভিযোগ- সিদ্ধান্তে সম্মত হতে তিনি আম্পায়ারদের চাপ দিয়েছেন।

এমনকি বাংলাদেশের বিপক্ষে ম্যাচেও হাসান মাহমুদের একটি শর্ট ডেলিভারিকে নো বল দিতে আম্পায়ার এরাসমাসের দিকে ইশারা করতে দেখা যায় কোহলিকে। এ দফায় কোহলির প্রতি বিরক্ত প্রকাশ করতে দেখা যায় বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসানকে।

আম্পায়ারদের উপর কর্তৃত্ব জাহির করতে কোহলির আচরণ নিয়ে প্রশ্ন করা হলে মজার একটি উত্তর দেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ওয়াসিম আকরাম। এ স্পোর্টসে আলোচনাকালে পাকিস্তানের সাবেক এই কিংবদন্তি ক্রিকেটার বলেন, ‘সাকিবকে বলা হয়েছে, তুমি তোমার ব্যাটিং করো আর আম্পায়ারদেরকে তাদের কাজ করতে দাও। তিনি সেই কথাটিই বলেছেন যেটি আমরা বলেছি। যেহেতু আপনি একজন বড় তারকা, তাই যখন কিছু একটা বলতে যাবেন তখন সেটি আম্পায়ারদের ওপর চাপ সৃষ্টি করতে পারে। তাই কখনো কখনো আম্পায়ররা চাপে পড়ে যেতে পারে।’

অবশ্য কোহলিকে সমর্থন জানিয়ে আকরাম বলেন, ‘আমি মনে করি ব্যাটারদের জন্য এটি একটি স্বাভাবিক ব্যাপার। যখনই কোনো ওয়াইড দেখে, তখনই যেকোনোভাবে তারা আম্পায়ারদের দিকে ইশারা করে।’

সূত্র : বাসস