শেষ ম্যাচটাও গুরুত্ব সহকারে দেখছে বাংলাদেশ

24 Live Newspaper

আফগানিস্তানের বিপক্ষে প্রথম দুই ওয়ানডেতে টানা জিতে সিরিজ হাতের মুঠোয় নিয়েছে বাংলাদেশ। এরপরও হাওয়ায় গা ভাসিয়ে দিচ্ছে না লাল সবুজ শিবির। শেষ ম্যাচটাকেও সমান গুরুত্ব দিতে চায় দলটি। এমনটাই জানিয়েছেন অফ স্পিনিং অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ।

bd team 3বাংলাদেশ দল

প্রথম ম্যাচে প্রায় হারতে বসেছিল বাংলাদেশ। মিরাজ ও আফিফ হোসেন ধ্রুব’র অসাধারণ ব্যাটিংয়ে আফগানিস্তানকে ৪ উইকেটে হারিয়েছে স্বাগতিকরা। দ্বিতীয় ওয়ানডেতে লিটন কুমার দাস ‍ও মুশফিকের ব্যাটিং শো-তে টাইগারদের জয় ৮৮ রানে।

‘সামনে হয়তো অনেক বড় চ্যালেঞ্জ আসবে। কিন্তু আমি মনে করি, এই ১০ পয়েন্ট যদি নিতে পারি, তখন আমাদের জন্য বাকি পথটা সহজ হয়ে যাবে। আমরা এই বিষয়ে কোনো নেতিবাচক চিন্তা করছি না। ইতিবাচক চিন্তা করছি। কালকের ম্যাচে শতভাগ দিয়ে খেলার চেষ্টা করবো। ১০ পয়েন্ট গুরুত্বপূর্ণ,’ যোগ করেন মিরাজ।