বৈদেশিক মুদ্রার জোগান ও প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স বাড়াতে সরকার ইউএস ডলার প্রিমিয়াম বন্ড ও ইউএস ডলার ইনভেস্টমেন্ট বন্ডের সুদহার বাড়িয়েছে। বন্ডে বিনিয়োগ বাড়াতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। বাংলাদেশের প্রবাসীরা এসব বন্ডে বিনিয়োগ করতে পারেন।
সূত্র জানায়, এসব বন্ডে বিনিয়োগের সুদের হার ২০২১ সালে কমানো হয়েছিল। এখন আন্তর্জাতিক বাজারে সুদহার বাড়ায় বন্ডের সুদহার তুলনামূলকভাবে কম। এসব খাতে বিনিয়োগ বাড়াতে এ দফায় সুদহার বাড়ানো হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, ইউএস ডলার প্রিমিয়ার বন্ডের সুদহার ১ লাখ ডলার পর্যন্ত বিনিয়োগে প্রথম বছর শেষে ৬ দশমিক ৫০ শতাংশ, দ্বিতীয় বছর শেষে ৭ শতাংশ ও তৃতীয় বছর শেষে ৭ দশমিক ৫০ শতাংশ দেওয়া হবে। ১ লাখ ১ ডলার থেকে ৫ লাখ ডলার পর্যন্ত বিনিয়োগে প্রথম বছর শেষে ৫ শতাংশ, দ্বিতীয় বছর শেষে ৫ দশমিক ৫০ শতাংশ ও তৃতীয় বছর শেষে ৬ শতাংশ সুদ দেওয়া হবে। ৫ লাখ ১ ডলার থেকে এর বেশি অঙ্কের বিনিয়োগের ক্ষেত্রে প্রথম বছর শেষে ৪ শতাংশ, দ্বিতীয় বছর শেষে ৪ দশমিক ৫০ শতাংশ ও তৃতীয় বছর শেষে ৫ শতাংশ সুদ দেওয়া হবে।
ইউএস ডলার ইনভেস্টমেন্ট বন্ডের সুদহার হবে ১ লাখ ডলার পর্যন্ত বিনিয়োগে প্রথম বছর শেষে ৫ দশমিক ৫০ শতাংশ, দ্বিতীয় বছর শেষে ৬ শতাংশ ও তৃতীয় বছর শেষে ৬ দশমিক ৫০ শতাংশ সুদ দেওয়া হবে। ১ লাখ ১ ডলার থেকে ৫ লাখ ডলার পর্যন্ত বিনিয়োগে প্রথম বছর শেষে ৪ শতাংশ, দ্বিতীয় বছর শেষে ৪ দশমিক ৫০ শতাংশ ও তৃতীয় বছর শেষে ৫ শতাংশ সুদ দেওয়া হবে। ৫ লাখ ডলার বা এর বেশি যে কোনো অঙ্কের বিনিয়োগের ক্ষেত্রে প্রথম বছর শেষে ৩ শতাংশ, দ্বিতীয় বছর শেষে ৩ দশমিক ৫০ শতাংশ ও তৃতীয় বছর শেষে ৪ শতাংশ সুদ দেওয়া হবে।