today-is-a-good-day
Tuesday, May 14, 2024

রূপপুর বিদ্যুৎকেন্দ্রের যন্ত্রপাতি নিয়ে মোংলায় বিদেশি জাহাজ

The Daily Samakal

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি

০৬ মে ২৩

রাশিয়া থেকে পণ্য নিয়ে মোংলা বন্দরে ‘এমভি আনকা সান’ জাহাজ

রাশিয়া থেকে পণ্য নিয়ে মোংলা বন্দরে ‘এমভি আনকা সান’ জাহাজ

জাহাজের স্থানীয় শিপিং এজেন্ট কনভেয়ার শিপিং এজেন্টের খুলনার ব্যবস্থাপক অপারেশন সাধন কুমার চক্রবর্তী বলেন, গত ৩ এপ্রিল রাশিয়ার নোভরোসিস্ক বন্দর থেকে সরাসরি মোংলা বন্দরে পণ্য নিয়ে ছেড়ে আসে এ বিদেশি জাহাজ। এসব পণ্য ২৪ ঘণ্টার মধ্যে খালাস শেষ করে বন্দরের জেটিতে রাখা হবে। পরে সেখান থেকে সড়কপথে রূপপুর বিদ্যুৎকেন্দ্র কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেওয়া হবে।

এ ছাড়া রাশিয়ার ওপর মার্কিন নিষেধাজ্ঞা থাকায় ভারত হয়ে মোংলা বন্দরে আসে কয়েকটি চালান। সাতটি জাহাজ কোম্পানির ৬৯টি জাহাজে রূপপুরের পণ্য পরিবহনে নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র। ফলে নিষেধাজ্ঞার বাইরে থাকা জাহাজ দিয়ে রাশিয়া থেকে রূপপুরের পণ্য মোংলা বন্দরে আনা হচ্ছে।

মোংলা বন্দর কর্তৃপক্ষের উপসচিব (বোর্ড ও জনসংযোগ) মো. মাকরুজ্জামান বলেন, বর্তমান সরকারের ঐকান্তিক প্রচেষ্টা এবং নৌ পরিবহন মন্ত্রণালয়ের বাস্তবমুখী পদক্ষেপের ফলে এখন মোংলা বন্দরের স্বর্ণযুগ চলছে। এই বন্দর দিয়ে দেশের চলমান প্রায় সব মেগা প্রকল্পের পণ্য খালাস হচ্ছে। পদ্মা সেতুর পণ্যও এ বন্দর দিয়ে খালাস হয়েছে। আধুনিক পদ্ধতিতে দ্রুত ও দক্ষ জনবল দিয়ে এসব পণ্য খালাস হওয়ায় দেশি-বিদেশি ব্যবসায়ীরা মোংলা বন্দর ব্যবহারে আগ্রহী হচ্ছেন।