রিজার্ভের শর্ত পূরণ করতে পারবে না বাংলাদেশ, লক্ষ্যমাত্রা কমাতে চায়

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) চাওয়া অনুযায়ী আগামী ডিসেম্বরের মধ্যে বাংলাদেশের বৈদেশিক মুদ্রার নিট রিজার্ভ থাকার কথা ২ হাজার ৬৮০ কোটি ডলার। কিন্তু তা করা সম্ভব হবে না বলে সফররত আইএমএফের মিশনকে আজ মঙ্গলবার সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে। বাংলাদেশ চায়, আইএমএফ এ লক্ষ্যমাত্রা কমিয়ে আনুক।

আইএমএফের এশিয়া ও প্যাসিফিক বিভাগের প্রধান রাহুল আনন্দের নেতৃত্বাধীন দল আজ বাংলাদেশ ব্যাংক ও অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সঙ্গে আলাদা বৈঠক করেছে। বৈঠক সূত্রে এ তথ্য জানা গেছে। উভয় বৈঠকেই বাংলাদেশের চাওয়ার ওপর প্রাথমিক আলোচনা হয়েছে। এ বিষয়ে চূড়ান্ত আলোচনা হবে আগামীকাল বুধবার। এরপর এ বিষয়ে একটি সিদ্ধান্ত নিতে পারে আইএমএফ। সূত্র জানায়, আইএমএফ বাংলাদেশের চাওয়া অনুযায়ী রিজার্ভের লক্ষ্যমাত্রা কিছুটা শিথিল করবে বলে মনে করা হচ্ছে।