Site icon The Bangladesh Chronicle

রিজার্ভের শর্ত পূরণ করতে পারবে না বাংলাদেশ, লক্ষ্যমাত্রা কমাতে চায়

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) চাওয়া অনুযায়ী আগামী ডিসেম্বরের মধ্যে বাংলাদেশের বৈদেশিক মুদ্রার নিট রিজার্ভ থাকার কথা ২ হাজার ৬৮০ কোটি ডলার। কিন্তু তা করা সম্ভব হবে না বলে সফররত আইএমএফের মিশনকে আজ মঙ্গলবার সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে। বাংলাদেশ চায়, আইএমএফ এ লক্ষ্যমাত্রা কমিয়ে আনুক।

আইএমএফের এশিয়া ও প্যাসিফিক বিভাগের প্রধান রাহুল আনন্দের নেতৃত্বাধীন দল আজ বাংলাদেশ ব্যাংক ও অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সঙ্গে আলাদা বৈঠক করেছে। বৈঠক সূত্রে এ তথ্য জানা গেছে। উভয় বৈঠকেই বাংলাদেশের চাওয়ার ওপর প্রাথমিক আলোচনা হয়েছে। এ বিষয়ে চূড়ান্ত আলোচনা হবে আগামীকাল বুধবার। এরপর এ বিষয়ে একটি সিদ্ধান্ত নিতে পারে আইএমএফ। সূত্র জানায়, আইএমএফ বাংলাদেশের চাওয়া অনুযায়ী রিজার্ভের লক্ষ্যমাত্রা কিছুটা শিথিল করবে বলে মনে করা হচ্ছে।

Exit mobile version