রাজধানীতে ছাত্রদল নেতা ‘নিখোঁজ’, পরিবারের জিডি

Transparent Newspaper Clipping Clipart - Prothom Alo Logo ...

নিজস্ব প্রতিবেদক

ঢাকা

আবদুর রহমানের বাবা আবদুল হাই ভূঁইয়া প্রথম আলোকে বলেন, বাসা থেকে বের হওয়ার পর তাঁর সঙ্গে আর যোগাযোগ করা সম্ভব হয়নি। আজ দুপুরে তাঁর মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে সেটি খোলা পাওয়া যায়। তবে কিছুক্ষণ পর মুঠোফোনটি বন্ধ হয়ে যায়।

আবদুর রহিম ১৫ বছর ধরে ছাত্রদলের রাজনীতি করেন বলে জানিয়েছেন তাঁর বাবা। তিনি বলেন, পাশাপাশি প্যাকেজিংয়ের ব্যবসাও করেন তাঁর ছেলে। গত ৪ নভেম্বর ওয়ারী থানার একটি নাশকতার মামলায় আবদুর রহিমকে আসামি করা হয়েছিল।

আবদুল হাই ভূঁইয়া ধারণা করছেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাঁর ছেলেকে তুলে নিয়ে গিয়েছেন। তবে থানা-পুলিশসহ আইন প্রয়োগকারী একাধিক সংস্থার সঙ্গে যোগাযোগ করেও আবদুর রহিমের বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।

ওয়ারী থানার ওসি কবির হোসেন হাওলাদার প্রথম আলোকে বলেন, আবদুর রহমানের পরিবার একটি জিডি করেছেন। তাঁর অবস্থানের বিষয়ে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।