স্পোর্টস ডেস্ক
১৫ মার্চ ২০২৩, বুধবার
মোস্তাফিজের বল খেলা সহজ নয়- একথা আবারো বলতে পারেন ক্রিকেটপ্রেমীরা। ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে গতকাল এক উইকেট নেন মোস্তাফিজুর রহমান। চার ওভারের দুর্দান্ত স্পেলে মোস্তাফিজ দেন মাত্রই ১৪ রান। স্পেল শেষে গর্বের এক ল্যান্ডমার্ক স্পর্শ করেন বাংলাদেশি কাটার-মাস্টার। বিশ্বের মাত্র ষষ্ঠ বোলার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে উইকেটের সেঞ্চুরি পূর্ণ হলো তার। ইংল্যান্ডের ইনিংসে ১৪তম ওভারের প্রথম বলে ডেভিড মালানের উইকেট পান মোস্তাফিজুর রহমান। এতে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১০০ উইকেট পূর্ণ হয় তার। মোস্তাফিজের আগে বাংলাদেশি বোলারদের মধ্যে টি-টোয়েন্টিতে একশ’ উইকেটের কৃতিত্ব শুধু সাকিব আল হাসানের। এর আগে এই মাইলস্টোন স্পর্শ করা বোলাররা হলেন নিউজিল্যান্ডের টিম সাউদি (১৩৪), টাইগার অধিনায়ক সাকিব আল হাসান (১৩১), আফগান স্পিনার রশিদ খান (১২৬), নিউজিল্যান্ডের ইশ সোধি (১১৪) এবং লঙ্কান সাবেক পেসার লাসিথ মালিঙ্গা (১০৭)।
মাইলস্টোন ছোঁয়ার অপেক্ষায় রয়েছেন ইংল্যান্ডের দুই বোলার ক্রিস জর্ডান এবং আদিল রশিদ। গতকাল ১ উইকেট নিয়ে পেসার জর্ডানের শিকার দাঁড়ালো ৯৬-এ।
গতকাল এক উইকেট নেন লেগস্পিনার আদিল রশিদও। তার শিকার দাঁড়ালো ৯৫-এ। ৮১টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলে ২ হাজার ১৯১ রান দিয়ে একশ’ উইকেটের মালিক হলেন মোস্তাফিজুর রহমান।
টি-টোয়েন্টিতে ১০০ উইকেট
বোলার ম্যাচ উই. সেরা ইকো.
টিম সাউদি (নিউজিল্যান্ড) ১০৭ ১৩৪ ৫/১৮ ৮.১৬
সাকিব আল হাসান (বাংলাদেশ) ১১২ ১৩১ ৫/২০ ৬.৮১
রশিদ খান (আফগানিস্তান) ৭৭ ১২৬ ৫/৩ ৬.২২
ইশ সোধি (নিউজিল্যান্ড) ৯১ ১১৪ ৪/২৮ ৮.০৫
লাসিথ মালিঙ্গা (শ্রীলঙ্কা) ৮৪ ১০৭ ৫/৬ ৭.৪২
মোস্তাফিজুর রহমান (বাংলাদেশ) ৮১ ১০০ ৫/২২ ৭.৫৫