মুশফিক ইস্যুতে অস্ট্রেলিয়ার সমালোচনায় ডমিঙ্গো

  • নয়া দিগন্ত অনলাইন
  •  ০১ আগস্ট ২০২১, ২২:৩০
কোচ রাসেল ডমিঙ্গো ও মুশফিকুর রহিম – ছবি : নয়া দিগন্ত

বাংলাদেশের অভিজ্ঞ ব্যাটসম্যান মুশফিকুর রহিম কোয়ারেন্টাইন নীতির কারণে সফররত অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজে অংশ নিতে পারছেন না। ক্রিকেট অস্ট্রেলিয়ার এমন আচরণে হতাশা প্রকাশ করেছেন টাইগারদের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো।

শনিবার ভার্চুয়াল সংবাদ সম্মেলনে ডমিঙ্গো বলেন, ‘মুশফিকের বায়ো বাবল নিয়ে অস্ট্রেলিয়ার কঠোর অবস্থানের কোনো যৌক্তিকতা খুঁজে পাচ্ছি না।’

আগামী ৩ আগস্ট থেকে দু’দলের মধ্যে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে। বাকি ম্যাচগুলো যথাক্রমে ৪, ৬, ৭ এবং ৯ আগস্ট অনুষ্ঠিত হবে। সব ম্যাচ শেরে–ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হবে।

সূত্র : ইউএনবি