- ২৪ ডেস্ক
রাজধানীর মিরপুর-১০ নম্বর গোলচত্বরে ২০২৪ সালের জুলাই আন্দোলনে নিহতদের স্মরণে নির্মিত একটি স্মৃতিস্তম্ভের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (১৯ জুলাই) এই স্মৃতিস্তম্ভ উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টন। এই আন্দোলনে মিরপুরে নিহত ছাত্র আসিফ ইকবালসহ সকল শহীদের প্রতি শ্রদ্ধা জানাতে এটি নির্মাণ করা হয়।

উদ্বোধনী বক্তব্যে শফিকুল ইসলাম মিল্টন শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করে বলেন, “শহীদদের রক্ত বৃথা যাবে না। তাদের আত্মত্যাগ একটি গণতান্ত্রিক ও স্বৈরাচারমুক্ত বাংলাদেশ গড়তে আমাদের অনুপ্রেরণা যোগাবে।”
অনুষ্ঠানে নিহত ছাত্র আসিফ ইকবালের মা উপস্থিত ছিলেন, যা এক আবেগঘন পরিবেশের সৃষ্টি করে। স্মৃতিস্তম্ভটি নির্মাণে উদ্যোগ নিয়েছেন কাফরুল থানা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম শহিদ।
উপস্থিত নেতৃবৃন্দ
এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির কাফরুল থানার সিনিয়র যুগ্ম আহ্বায়ক আকরানুল হক আকরাম, যুগ্ম আহ্বায়ক সাব্বির দেওয়ান জনি এবং কাফরুল থানা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
উপস্থিত নেতারা বলেন, এই স্মৃতিস্তম্ভ নতুন প্রজন্মকে জুলাই আন্দোলনের ইতিহাস ও শহীদদের আত্মত্যাগের কথা মনে করিয়ে দেবে। তারা শহীদদের স্বপ্ন বাস্তবায়নে কাজ করে যাওয়ার অঙ্গীকার করেন।