বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, সরকার মানবাধিকার লঙ্ঘনকারীদের বাঁচাতে লবিস্ট নিয়োগ করেছে। জনগণের টাকায় লবিষ্ট নিয়োগ করে সরকারের মানবাধিকার লঙ্ঘনের মতো গুরুতর অপরাধে জড়িত থাকার বিষয়টি প্রমাণ হয়েছে।
আজ মঙ্গলবার বেলা তিনটার দিকে বিএনপির চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ অভিযোগ করেন।
বিএনপির মহাসচিব বলেন, ‘আমেরিকায় সরকার লবিস্ট নিয়োগ করেছে, যা পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের মাধ্যমে স্বীকৃত। খুন, গুমের মতো অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তির দায় কিংবা ব্যক্তির স্বেচ্ছাচারিতার নিমজ্জিত প্রতিষ্ঠানের দায় রাষ্ট্র কিংবা সরকার কীভাবে জনগণের টাকায় ভাবমূর্তি রক্ষার নামে ব্যয় করে?’
বিএনপি আন্দোলন–সংগ্রামের অংশ হিসেবেই দেশের উন্নয়ন–সহযোগীদের সমর্থন চায় বলে জানান মির্জা ফখরুল। তিনি বলেন, বিএনপি গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে দেশ-বিদেশের সব অংশীদারকে এ সরকারের সব অপকর্ম সম্পর্কে অবগত করে রাখতে চায়।