ভোট নয়, ‘একতরফা’ তফসিলের বিরুদ্ধে মাঠে থাকবে বিএনপি

ভোটে নয়, নির্বাচন কমিশনের ঘোষিত ‘একতরফা’ তফসিলের বিরুদ্ধে আন্দোলনে থাকবে বিএনপি। দলটির সংশ্লিষ্ট দায়িত্বশীল সূত্রগুলো বলছে, তফসিল ঘোষণার প্রতিবাদে আগামী

রবি ও সোমবার ৪৮ ঘণ্টা হরতালের পর আবারও কর্মসূচি দেবে দলটি। প্রয়োজনে কর্মসূচির ধরন পাল্টে কোনো না কোনোভাবে মাঠে থাকার চেষ্টা করবে বিএনপি।

তবে দলটির বিভিন্ন পর্যায়ের একাধিক নেতার সঙ্গে কথা বলে জানা গেছে, এখন সামনের আন্দোলন-কর্মসূচিগুলো কীভাবে আরও জোরদার করা যায়, সে পরিকল্পনা করছেন বিএনপির নীতিনির্ধারণী নেতারা। তাঁরা মনে করছেন, পুলিশের গ্রেপ্তার অভিযানের পাশাপাশি মাঠে সরকারি দলের মারমুখী আচরণে অবরোধের কর্মসূচিতে কিছুটা ঢিলেমি ভাব এসেছে। এরপরও তফসিল ঘোষণার প্রতিবাদে আরও কঠোর কর্মসূচি হিসেবে দুই দিনের হরতালের ডাক দিতে হলো।