ঢাকা
কদিন আগেই ভারত সফর শেষে দেশে ফিরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। সেখানে ভারত অনূর্ধ্ব-১৯ ‘এ’, ভারত অনূর্ধ্ব-১৯ ‘বি’ দলসহ আয়োজিত তিন দলের টুর্নামেন্টের শিরোপা জিতেছে রাকিবুল হাসানের দল। কলকাতার ইডেন গার্ডেনে বিসিসিআই প্রধান সৌরভ গাঙ্গুলির হাত থেকেই ট্রফি নিয়েছে বাংলাদেশ দল। সেখানে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটারদের পারফরম্যান্সের প্রশংসা করেছেন ভারতীয় দলের সাবেক অধিনায়ক।
আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনূর্ধ্ব-১৯ দলের কোচ নাভিদ নেওয়াজ সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ ব্যাপারে জানিয়েছেন, ‘আমাদের খেলোয়াড়দের প্রশংসা হয়েছে ভারতে, বিশেষত কলকাতায়। তারা আমাদের ধাঁচের ক্রিকেটে আগ্রহী। সবাই যেটা বলেছে, মনে হয়েছে, দলটা পরিকল্পনার মধ্যে আছে। এটা দেখতে ভালো লাগছে যে আমরা লক্ষ্যের দিকে যাচ্ছি।’
অনূর্ধ্ব-১৯ দলের লক্ষ্যটাও পরিষ্কার। এ মাসেই বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল এশিয়া কাপ খেলতে যাবে সংযুক্ত আরব আমিরাতে। সেখান থেকেই ওয়েস্ট ইন্ডিজে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলতে যাবে বর্তমান চ্যাম্পিয়নরা।
গতবারের মতো এবারও দলগত পারফরম্যান্স দিয়ে বিশ্বকাপে ভালো করতে চায় বাংলাদেশ। শ্রীলঙ্কান কোচ নেওয়াজের কথায় সে আভাসই পাওয়া গেল, ‘আমি যেটা চাই, ১১ জনই অবদান রাখুক, একসঙ্গে দলের অনেকে অবদান রাখুক। যদি আমরা নির্দিষ্ট দিনে ভালো করি, অবশ্যই আমরা ওপরে থাকব। এটাই পরিকল্পনা।’
তবে আকবর আলীর দলের সঙ্গে এবারের অনূর্ধ্ব-১৯ দলের পার্থক্যটাও বড়। গতবার ব্যাটিং–শক্তি ভালো থাকলেও এবার সেই ব্যাটিংই বাংলাদেশ দলের দুশ্চিন্তা। বোলার ও অলরাউন্ডার ভালো থাকায় সেই সমস্যা পুষিয়ে দিতে চান নাভিদ।
যদি আমরা নির্দিষ্ট দিনে ভালো করি, অবশ্যই আমরা ওপরে থাকব। এটাই পরিকল্পনা।
তিনি বলেছেন, ‘এটা সম্পূর্ণ আলাদা দুটি দল। আপনি যদি শেষবারের দল দেখেন, দুই বছর ধরে আমরা খুব ভালো ব্যাটিং দল তৈরি করেছি। বোলিংও ভালো ছিল। কিন্তু শামীম ছাড়া খুব বেশি অলরাউন্ডার ছিল না। এবার করোনার কারণে ব্যাটসম্যানদের অভিজ্ঞতা হয়নি। কিন্তু আমাদের খুব ভালো বোলার আছে। দলে কয়েকজন অলরাউন্ডার আছে, যেটা অনেক বড় সুবিধা।’
দলে বিশ্বকাপজয়ী দলের দুই সদস্য রাকিবুল ও পেসার তানজিম হাসান থাকার সুবিধার কথাও লুকালেন না অনূর্ধ্ব-১৯ দলের কোচ।
‘দুজনকে পাওয়ায় বড় সুবিধা হয়েছে। ওরা দুজন দুই বছর ধরে আছে। ওরা জানে আগের দুই বছরে কী করেছে, যা আমাদের সাফল্য এনে দিয়েছে। ভালো ব্যাপার হচ্ছে, তারা অন্যদের অনুপ্রাণিত করছে। তারা পরিকল্পনায়ও অবদান রাখছে। তারা জানে, আগে কী হয়েছে,’ বলেছেন নাভিদ।