ভারতের বিধ্বস্ত হওয়ার দিন

ভারতের বিধ্বস্ত হওয়ার দিন – ছবি : সংগৃহীত

লিডস টেস্টের প্রথম দিনটা পুরোপুরি ইংল্যান্ডের। ভারতকে বিধ্বস্ত করে দিন শেষে দেখা মিললো দুই ওপেনারের দায়িত্বশীল ইনিংস। ৭৮ রানে অল আউট যেখানে ভারত, সেখানে দিন শেষে ইংল্যান্ডের স্কোর ১২০/০। দুই চিত্রতে রাজ্যের তফাত।

শুরুর দিকে বল হাতে অ্যান্ডারসন দাগান তোপ। শেষের দিকে কুরান ও ওভারটনে বিধ্বস্ত ভারত। ভারতের ইনিংসে দুই অঙ্কের রানের দেখা পেয়েছেন দুজন, রোহিত শর্মা (১৯) ও অজিঙ্কা রাহানে (১৮)। ১০ বলে ৮ রান করে অপরাজিত থাকেন পেসার শ্রীশান্ত। বল হাতে ইংল্যান্ডের হয়ে তিনটি করে উইকেট নেন জেমস অ্যান্ডারসন ও ক্রেইগ ওভারটন। দুটি করে উইকেট পান রবিনসন ও কুরান।

প্রথম ইনিংসের ব্যাট করতে নেমে দিন শেষে কোনো উইকেট হারায়নি ইংল্যান্ড। ৪২ ওভারে দলটির সংগ্রহ ১২০ রান। ১৩০ বলে ১১ চারে ৬০ রানে অপরাজিত হাসিব মাহমুদ। ১২৫ বলে পাঁচ চার ও এক ছক্কায় ৫২ রানে অপরাজিত থাকেন ররি বার্নস।