অদ্য ১৮.০১.২০২৩ খ্রিস্টাব্দ
১৮.৩০ ঘটিকা পর্যন্ত ভারতীয় হাই কমিশনার H.E. Mr. Pranay Kumar Verma মহোদয় কর্তৃক গুলশানস্থ ইন্ডিয়া কালচারাল সেন্টার(এন ই কে-১৪,গুলশান এভিনিউ,গুলশান-২)-এ, নৈশভোজের আয়োজন করেন ।
উক্ত নৈশভোজ অনুষ্ঠানে নিম্নলিখিত গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ উপস্থিত রয়েছেনঃ-
১।জনাব,সাধনচন্দ্র মজুমদার (এমপি),
মাননীয় খাদ্যমন্ত্রী,খাদ্য মন্ত্রণালয়।
২।জনাব রমেশ চন্দ্র সেন(এমপি),
সাবেক পানি সম্পদ মন্ত্রী।
৩।ভারতীয় হাই কমিশনার,
H.E. Mr. Pranay Kumar Verma.
৪।জনাব মনোরঞ্জন সিং গোপাল,
এমপি, দিনাজপুর-০১।
৫।জনাব রনজিৎ কুমার রায়,
মাননীয় সংসদ সদস্য,যশোর-০৪।
৬।জনাব অসীম কুমার উকিল,
মাননীয় সংসদ সদস্য,নেত্রকোনা-০৩।
৭।মিসেস আরমা দত্ত,
সংসদ সদস্য, সংরক্ষিত নারী আসন-১১।
৮।জনাব দীপঙ্কর তালুকদার,
মাননীয় সংসদ সদস্য।
৯।জনাব মৃণাল কান্তি দাস,
মাননীয় সংসদ সদস্য।
১০।জনাব,নারায়ণ চন্দ্র চন্দ,
মাননীয় সংসদ সদস্য,খুলনা-০৫।
১১।জনাব বিকন্য কুমার ঘোষ,
সচিব,আইসিটি ডিভিশন।
১২। জনাব পীযূষ বন্দ্যোপাধ্যায়,
সিইও,একুশে টেলিভিশন।
১৩।জনাব পি আর বড়ুয়া,
(সাবেক ডিআইজি)সেক্রেটারি জেনারেল, বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ।
১৪।জনাব কাজল দেবনাথ,
হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদ,
কার্যনির্বাহী সভাপতি মন্ডলের সদস্য।
১৫।জনাব মিঠুন,
সেক্রেটারি জাতীয় কৃষক লীগ।
১৬।জনাব পার্থ সঞ্জয়,
রিপোর্টার, ৭১ টেলিভিশন।
১৭।জনাব জে এল ভৌমিক,
চেয়ারম্যান, লায়ন্স চক্ষু হাসপাতাল ও সভাপতি,হিন্দু-বৌদ্ধ-খৃস্টান ঐক্য পরিষদ।
১৮।জনাব অমল পোদ্দার,
পরিচালক,পানাম গ্রুপ।
১৯।জনাব খোকন কুমার রায়,
সাংবাদিক,প্রেস সুখবর।
২০।অরুনা বিশ্বাস,চিত্রনায়িকা ও
কুমার বিশ্বজিৎ,বিশিষ্ট সংগীত শিল্পী।
সহ ৯০/১০০ জন অতিথি উপস্থিত রয়েছেন।
BJP ambassador