- গাজীপুর মহানগর প্রতিনিধি
- ২৫ জানুয়ারি ২০২৩, ২১:০০
বিএনপির কেন্দ্রীয় সহ-সভাপতি বরকত উল্লাহ বুলু প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে বলেছেন, ’আপনি বাঘের পিঠে বসে আছেন। যদি নামতে চান তবে, বেগম খালেদা জিয়ার সাথে সমঝোতা করেন। বেগম জিয়াই আপনাকে সুষ্ঠুভাবে বাঘের পিঠ থেকে নামাতে পারেন।’
বুধবার (২৫ জানুয়ারি) বিকেলে গাজীপুরের রাজবাড়ি রোডের দলীয় কার্যালয়ের সামনে গাজীপুর জেলা ও মহানগর বিএনপি আয়োজিত গণতন্ত্র হত্যা দিবসে গণতন্ত্র পুনরুদ্ধারের ১০ দফা দাবিতে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
সমাবেশে তিনি আরো বলেন, ’আওয়ামী লীগ নেতারা জিয়াউর রহমানের সমালোচনা করেন। অথচ বাংলাদেশ টিকে আছে জিয়াউর রহমানের অবদানের উপর। শেখ মুজিব বাকশাল করে আওয়ামী লীগকে কবর দিয়েছিলেন। পরে জিয়াউর রহমানই আওয়ামী লীগের অনুমোদন দিয়েছিলেন। তিনিই শেখ হাসিনা ও তার নেতাদের আওয়ামী লীগের রাজনীতি করার অধিকার ফিরিয়ে দিয়েছিলেন।’
বরকত উল্লাহ বুলু জানান, ’আওয়ামী লীগ গত ১৪ বছরে শুধু লুটেরা তৈরি করেছে। এ লুটেরাই গ্যাস, বিদুৎ, চাল-ডাল, তেলসহ নিত্যপণ্যের মূল্য বৃদ্ধি করছে। আওয়ামী লীগ জনগণের ওপর যে পরিমাণ অত্যাচার নির্যাতন করেছে, আগামী ১০০ বছরেও ক্ষমতায় আসতে পারবে না। দেশ মুক্তিযোদ্ধের চেতনার বাইরে চলে গেছে। মুক্তিযোদ্ধের চেতনায় ফিরিয়ে আনাই আমাদের দফার মূলকথা। আমাদের ১০ দফার আন্দোলনে ১৫ জন শহীদ হয়েছেন। ভোটের অধিকার না ফেরা পর্যন্ত এ আন্দোলন চলবে।’
জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ডা. শফিকুল ইসলামের সভাপতিত্বে, সাধারণ সম্পাদক শাহ রিয়াজুল হান্নান ও মহানগর বিএনপির যুগ্ম-আহ্বায়ক জি এস সুরুজ আহম্মেদের সঞ্চালনায় বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় শ্রমবিষয়ক সম্পাদক হুমায়ূন কবির খান, সহ-স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম বাচ্চু, কেন্দ্রীয় সদস্য কাজী সাইয়্যেদুল আলম বাবুল, ডা. মাজহারুল আলম, বিএনপি নেতা মীর হালিমুজ্জামান ননী, অ্যাডভোকেট ড. শহীদউজ্জামান, অ্যাডভোকেট মেহেদী হাসান এলিস প্রমুখ।
সমাবেশে বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।