- খেলাধুলা প্রতিবেদক
লিটন দাসের দুর্দান্ত ব্যাটিং আর নুরুল হাসান সোহানের ক্যামিও ইনিংসে বড় সংগ্রহের দিকেই এগোচ্ছিল বাংলাদেশ। তবে সব উত্তেজনায় জল ঢেলে দিল বৃষ্টি। দফায় দফায় বৃষ্টির হানায় শেষ পর্যন্ত পরিত্যক্তই হয়ে গেল বাংলাদেশ ও নেদারল্যান্ডসের মধ্যকার সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচটি।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে খেলা বন্ধ হওয়ার আগ পর্যন্ত বাংলাদেশ ১৮.২ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৬৪ রান সংগ্রহ করে। জাকের আলী অনিক ২০ রানে এবং নুরুল হাসান সোহান মাত্র ১১ বলে ২২ রানের বিধ্বংসী ইনিংসে অপরাজিত ছিলেন। দীর্ঘ সময় অপেক্ষার পর মাঠ খেলার অনুপযোগী হয়ে পড়ায় ম্যাচ রেফারি নিয়ামুর রশিদ রাহুল ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করেন।
এই ম্যাচটি পরিত্যক্ত হলেও সিরিজ আগেই নিজেদের করে নিয়েছিল টাইগাররা। প্রথম দুটি ম্যাচ জিতে নেওয়ায় ২-০ ব্যবধানে সিরিজ নিশ্চিত হয় বাংলাদেশের। ফলে শেষ ম্যাচটি ছিল কেবলই আনুষ্ঠানিকতার।
এদিন টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠিয়েছিল নেদারল্যান্ডস। ব্যাট করতে নেমে দুই ওপেনার লিটন দাস ও সাইফ হাসান ৩৯ রানের জুটি গড়েন। সাইফ ১২ রান করে আউট হলেও এক প্রান্ত আগলে রাখেন লিটন। তাওহিদ হৃদয় ৯ এবং শামীম হোসেন পাটোয়ারী ২১ রান করে ফিরে যান। তবে লিটন ছিলেন সাবলীল। ৪৬ বলে ৬টি চার ও ৪টি ছক্কার সাহায্যে ৭৩ রানের এক অনবদ্য ইনিংস খেলে আউট হন তিনি।
আনুষ্ঠানিকতার এই ম্যাচে বাংলাদেশ একাদশে পাঁচটি পরিবর্তন নিয়ে মাঠে নামে। তানজিদ তামিম, পারভেজ হোসেন ইমন, শেখ মেহেদী, তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমানকে বিশ্রাম দিয়ে একাদশে সুযোগ দেওয়া হয় নুরুল হাসান সোহান, শামীম হোসেন পাটোয়ারী, মোহাম্মদ সাইফউদ্দিন, শরিফুল ইসলাম ও রিশাদ হোসেনকে। অন্যদিকে, নেদারল্যান্ডস দলেও একটি পরিবর্তন আনা হয়। সিকান্দার জুলফিকারের পরিবর্তে ফেরানো হয় টিম প্রিঙ্গলকে।
Source: https://www.bangla.24livenewspaper.com/post-142779