ঢাকা
২০১৪ ও ২০১৮ সালের ধারাবাহিকতায় বিদ্যমান সরকারব্যবস্থায় একটি সত্যিকার জাতীয় সংসদ নির্বাচন সম্ভব নয় বলে মনে করে বাংলাদেশ জাসদ। দলটি বলছে, তাদের পক্ষে এ ধরনের নির্বাচনে অংশ নেওয়া সম্ভব নয়।
গতকাল শনিবার রাজধানীর তোপখানা রোডের শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে বাংলাদেশ জাসদের জাতীয় কমিটির সভায় এমন প্রতিক্রিয়া জানানো হয়েছে। আজ রোববার গণমাধ্যমে বিজ্ঞপ্তি পাঠিয়ে এ তথ্য জানানো হয়।
বাংলাদেশ জাসদের সভাপতি শরীফ নুরুল আম্বিয়ার সভাপতিত্বে সভায় বক্তব্য দেন দলের সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান, কার্যকরী সভাপতি ইন্দু নন্দন দত্ত, স্থায়ী কমিটির সদস্য মুশতাক হোসেন প্রমুখ। সভায় প্রায় ৪০ জেলার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায় আলোচনার বিষয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘দেশের মানুষের জীবনযাত্রার মান স্বাধীনতার আগের তুলনায় বেড়েছে, এতে সন্দেহ নেই। কিন্তু সময়টা দীর্ঘ হয়েছে। অপর দিকে উন্নয়নের নামে সৃষ্টি হয়েছে প্রচণ্ড শ্রেণিবৈষম্য, যা সামাজিক স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলেছে। চরম লুটপাট, বিদেশে সম্পদ পাচার দেশকে ভেতর থেকে ফাঁপা করে ফেলেছে। বিদেশি ঋণের বিশাল বোঝা আমাদের আর্থসামাজিক কাঠামোকে তছনছ করে দিতে এগিয়ে আসছে।’
রাজনীতি ও অর্থনীতিতে লুটপাট, দুর্বৃত্তপনা ও পেশিশক্তি খাটানো সাধারণ নিয়মে পরিণত হয়েছে অভিযোগ করে বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এই অরাজক অবস্থার অবসান করতে হলে অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক ও প্রগতিশীল সব শক্তিকে একত্র হয়ে জোর সংগ্রাম গড়ে তুলতে হবে।