বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করে বলেছেন, ‘গণতান্ত্রিক অধিকার আদায়ের শান্তিপূর্ণ আন্দোলনকে কালিমা লেপনের জন্য আবারও বিএনপির বিরুদ্ধে অগ্নিসন্ত্রাসের কাহিনী সাজানো হচ্ছে। মিডিয়া তাদের হাতে, আইনশৃঙ্খলা বাহিনী তাদের হাতে, আদালত তাদের কব্জায়। তাই পরিকল্পিত নাশকতার ঘটনায় মিথ্যা মামলা দিয়ে বিএনপির কোনো নেতাকে গ্রেপ্তার করা অত্যন্ত সহজ।’
সোমবার এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ করেন।
রুহুল কবির রিজভী বলেন, ‘আওয়ামী শাসকগোষ্ঠী পুরনো কৌশল অবলম্বন করে গণমাধ্যমকে হুমকি দিয়ে বিএনপির বিরুদ্ধে ঢালাও অপ-প্রচার করে যাচ্ছে। আর বিএনপির নেতাদের গ্রেপ্তার করায় অসংখ্য নেতা-কর্মী ঘর ছাড়া হয়ে পড়েছেন। তারা পরিকল্পিত নাশকতা করে বিএনপি’র বিরুদ্ধে একতরফা দায় চাপাচ্ছে।’
এ সময়ে রিজভী উদাহরণ টেনে বলেন, ‘গত ৪ নভেম্বর রাত সাড়ে নয়টায় বাবায়তুল মোকাররম সমজিদের দক্ষিণ গেটের সামনে বাসে আগুন লাগানো হয়। সেখানে অনেকেই দেখেছেন, যারা বাসে আগুন দিয়েছে তারা দৌড়ে আওয়ামী লীগ অফিসের ভেতরে ঢুকেছেন। নানা ঘটনায় এ ধরনের দৃশ্য দেখা যাচ্ছে।’
তিনি অভিযোগ করে আরও বলেন, ‘কারাগারগুলোতে মানবিক বিপর্যয় চলছে। কেরানীগঞ্জ কারাগারে যাদের আটক রাখা হয়েছে তাদের কোথায় নেওয়া হচ্ছে তা তাদের আইনজীবী ও আত্মীয়-স্বজনরা জানতে পারছেন না। কারাগারের প্রতিটি ভবন বিএনপি নেতা-কর্মীতে ঠাসা।’