সোমবার এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ করেন।
রুহুল কবির রিজভী বলেন, ‘আওয়ামী শাসকগোষ্ঠী পুরনো কৌশল অবলম্বন করে গণমাধ্যমকে হুমকি দিয়ে বিএনপির বিরুদ্ধে ঢালাও অপ-প্রচার করে যাচ্ছে। আর বিএনপির নেতাদের গ্রেপ্তার করায় অসংখ্য নেতা-কর্মী ঘর ছাড়া হয়ে পড়েছেন। তারা পরিকল্পিত নাশকতা করে বিএনপি’র বিরুদ্ধে একতরফা দায় চাপাচ্ছে।’
এ সময়ে রিজভী উদাহরণ টেনে বলেন, ‘গত ৪ নভেম্বর রাত সাড়ে নয়টায় বাবায়তুল মোকাররম সমজিদের দক্ষিণ গেটের সামনে বাসে আগুন লাগানো হয়। সেখানে অনেকেই দেখেছেন, যারা বাসে আগুন দিয়েছে তারা দৌড়ে আওয়ামী লীগ অফিসের ভেতরে ঢুকেছেন। নানা ঘটনায় এ ধরনের দৃশ্য দেখা যাচ্ছে।’
তিনি অভিযোগ করে আরও বলেন, ‘কারাগারগুলোতে মানবিক বিপর্যয় চলছে। কেরানীগঞ্জ কারাগারে যাদের আটক রাখা হয়েছে তাদের কোথায় নেওয়া হচ্ছে তা তাদের আইনজীবী ও আত্মীয়-স্বজনরা জানতে পারছেন না। কারাগারের প্রতিটি ভবন বিএনপি নেতা-কর্মীতে ঠাসা।’