বাধ্যতামূলক অবসরের নামে আরো এক এসপিকে চাকুরিচ্যুত

 আমার দেশ
২০ ডিসেম্বর ২০২২

নিজস্ব প্রতিনিধি

২০১১ সালের জুলাই থেকে ওএসডিতে থাকা এক পুলিশ সুপারকে বাধ্যতামূলক অবসরের নামে চাকুরিচ্যুত করেছে ফ্যাসিবাদী আওয়ামী সরকার। মো. মুনির হোসেন নামে ওই এসপি সিআইডিতে কর্মরত ছিলেন। শেখ হাসিনার সরকার ক্ষমতায় আসার পর ২০১১ সালের ১৯ জুলাই তাঁকে ওএসডি (কর্মহীন) করে সদরদপ্তরে রাখা হয়েছিল।

মঙ্গলবার (২০ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারিকৃত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সিআইডিতে কর্মরত বিশেষ পুলিশ সুপার (এসপি) মো. মুনির হোসেনকে সরকারি চাকরি আইন, ২০১৮ (২০১৮ সালের ৫৭ নং আইন) এর ৪৫ ধারার বিধান অনুযায়ী অবসর দেওয়া হলো।

জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে বলা হয়েছে।

এর আগে, গত ১৬ই নভেম্বর সরকারি চাকরি থেকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয় এসপি মো. আলী হোসেন ফকিরকে।

এছাড়া ১৮ই অক্টোবর তিন এসপিকে বাধ্যতামূলক অবসরে পাঠায় সরকার। তারা হলেন- সিআইডির পুলিশ সুপার মির্জা আব্দুল্লাহেল বাকী, পুলিশ সদরদপ্তরের পুলিশ সুপার দেলোয়ার হোসেন মিয়া এবং মো. শহিদুল্লাহ চৌধুরী।

এরপর ৩১শে অক্টোবর দুই অতিরিক্ত ডিআইজিকেও বাধ্যতামূলক অবসর দেওয়া হয়। তারা হলেন- ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি মো. মাহবুব হাকিম ও সিআইডির অতিরিক্ত ডিআইজি মো. আলমগীর আলম।